হ্যালো বন্ধুরা কি খবর সবার?
আজ আমি আপনাদের এন্ড্রয়েড ফোনের দুইটি মস্ট উসফুল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশন এর কাজ গুলো সত্যিই খুব অসাধারণ।
তো যাই হোক বেশি টাইম নষ্ট না করে চলুন শুরু করি।
১. আমাদের প্রথম অ্যাপ্লিকেশন এর নাম হচ্ছে Camcov.
আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা আমরা মোবাইল ব্যবহার করতে করতে রাস্তাঘাটে চলাফেরা করি।
তো আমরা এই সমস্যাটা কিন্তু অনেকের দেখে থাকি বা অনেকেই এই কাজটা করে থাকে যেকোনো চ্যাটিং করতে করতে বা যে কোন কিছু ইউজ করতে করতে মোবাইলটা হাতে নিয়ে চলছে রাস্তায়।
এক্ষেত্রে হয়ে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা তাছাড়া বিভিন্ন রাস্তায় বিভিন্ন ধরনের গর্ত থাকে যে গুলোতেও আমরা কিন্তু পড়ে যেতে পারি।
তো বন্ধুরা সে কথা চিন্তা করি এবং যারা এ ধরনের কাজ গুলি করেন তাদের কথা চিন্তা করে এটি 1 নাম্বার অ্যাপে দিলাম।
একটি সাইজ খুবই কম মাত্র 25 কেবি।
ডাইরেক্ট ডাউনলোড লিঙ্কঃ এখানে।
২. দ্বিতীয় নাম্বার যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব তার নাম Xtunes.
আমরা হয়তো অনেকে মিউজিক শুনতে পছন্দ করি এসেছে আমরা ওয়াই মিউজিক সহ নানা ধরনের থার্ড পার্টি অ্যাপস ইউজ করি।
কিন্তু এই এক্সটিউনস এর মাধ্যমে হলিউড বলিউড কলকাতা পাঞ্জাবি আরো যেই যেই মিউজিক গুলো রয়েছে সে মিউজিক গুলোর এলবাম আমরা পেয়ে যাব।
এখন অনেকে বলতে পারেন নতুন কি তাহলে নতুন টা হলো এটাই যে এই অ্যাপ্লিকেশনে আপকামিং মিউজিক গুলো রয়েছে সেটা অটোমেটিকলি এই অ্যাপ্লিকেশনে আপডেট হতে থাকে।
যে কোন মিউজিক রিলিজ হওয়ার আগেই আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে শুনতে পারেন এছাড়া এই অ্যাপ্লিকেশনে সবথেকে ট্রেন্ডিং বা সবচেয়ে পপুলার যে মিউজিক গুলো রয়েছে রাইট নাউ সেই মিউজিক গুলো সবার আগে দেখতে পারেন বা শুনতে পারেন।
অ্যাপটির সাইজ মাত্র 2 মেগাবাইট।
অ্যাপটির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্কঃএখানে।
বন্ধুরা এই দুইটা অ্যাপ এর মধ্যে কোন অ্যাপ টি আপনার সব থেকে ভালো লেগেছে তা জানাতে পারেন নিজের কমেন্ট বক্সে।
আর আপনি যদি এমনই আনকমন আর ইন্টারেস্ট পোস্ট পেতে পছন্দ করেন তাহলে একটা লাইক করে দিতে পারেন তো দেখা হচ্ছে আগামি পোস্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ।