Site icon Trickbd.com

আজ থেকে প্রোগ্রামিং হবে ঘরে ও বাইরে সবখানে। আপনার এনড্রয়েড ফোন ব্যাবহার করেই।

Unnamed

“আসসালামু আলাইকুম”

আমি আজ হাজিরয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
আমরা প্রায়ই অনেকেই আমরা কম্পিউটার ছাড়া প্রোগ্রামিং করতে পারে না প্রোগ্রামিং শেখাটা হয় না আমাদের।
কিন্তু যারা একান্তই সৌখিন এই প্রোগ্রামিং নিয়ে তাদের জন্য এই অ্যাপ গুলো খুবই কার্যকর হবে।
শুধু তাই নয় এই আপ গুলোকে বেস্ট কম্পাইলার বলা চলে।
এই পোস্টা ততটাই গুরুত্বপূর্ণ যতটা একজন প্রোগ্রামারদের কাছে তার প্রোগ্রামিং কম্পাইলার গুরুত্বপূর্ণ। কেননা আজ আমি এই পোষ্টের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা যে কোন ধরনের প্রোগ্রাম কম্পাইল করতে পারবেন আপনার এন্ড্রয়েড ফোন দিয়েই।


Play Store


Play Store

Play Store

Play Store

আপনাদের মধ্যে যদি কোন প্রোগ্রামার অন্যান্য এই পোস্টে ব্যতীত অন্যান্য কোন ভাষায় দক্ষতা অর্জন করে থাকেন তাহলে কমেন্ট করুন আমি সেগুলো আপনাদের সামনে হাজির করার ব্যবস্থা করব।

যদিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর মার্কআপ ল্যাংগুয়েজ আলাদা তবুও এইচটিএমএল কোডিং কম্পাইলার অর্থাৎ রান আপ অ্যাপ দিয়ে দিলাম

আমিও একজন প্রফেশনাল নয় তবে সৌখিন প্রোগ্রামার এবং অ্যাপগুলো আমি ব্যবহার করেছি। স্যার এগুলো আমার কাছে বেস্ট মনে হল তাই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ দোয়া করবেন, ভাল থাকুন, আর সাথে থাকুন ট্রিকবিডির।