Site icon Trickbd.com

Google Chrome Extension এবার Android মোবাইলে

আজকে আপনি কিভাবে google chrome extension অ্যান্ড্রোয়েড মোবাইল এ ব্যবহার করবেন তা জানতে পারবেন । গুগল ক্রোম এক্সটেনশনস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ব্রাউসারকে আকর্ষণীয় করে তুলতে পারবেন । অ্যাড থেকে মুক্ত হতে পারবেন । অন্যদের থেকে আলাদা ভাবে নিজের ব্রাউসার কে সাজাতে পারবেন

Google Chrome Extension ব্যবহারের সুবিধাঃ

আমরা প্রায় সবাই পিসি তে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি। কারণ, অধিকাংশ পিসি ইউজারের কাছে সব থেকে ভালো এবং রিলায়েবল ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। বর্তমানে গুগল ক্রোমের থেকেও বেশি ফিচারস-সমৃদ্ধ ব্রাউজার থাকলেও অনেকেই অনেক কারণে গুগল ক্রোম ব্যবহার করা ছেড়ে দিতে পারেন না। এর কারণ হচ্ছে অভ্যাস এবং গুগল ক্রোমের কিছু ফিচারস যেগুলো অন্যান্য ব্রাউজারে পাওয়া যায় না। আর এছাড়াও এর একটি বড় কারণ হচ্ছে ব্রাউজার কাস্টমাইজেশন এবং ব্রাউজার এক্সটেনশনস।হ্যাঁ, অন্যান্য সব জনপ্রিয় ব্রাউজারেই এক্সটেনশনস ব্যবহার করার সুবিধা আছে, কিন্তু অন্যান্য ব্রাউজারের এক্সটেনশনস লাইব্রেরি গুগল ক্রোমের মত এত বৃহৎ নয়।

অ্যান্ড্রোয়েড মোবাইল এ কি Google Chrome Extension ব্যবহার করা যাবে ?

হ্যাঁ,ব্যবহার করা যাবে ।কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে নয় । গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে শুধু পিসিতে এক্সটেনশনস ব্যবহার করা যাবে ।

অ্যান্ড্রোয়েড মোবাইল এ কিভাবে Google Chrome Extension ব্যবহার করা যাবে ?

অ্যান্ড্রয়েড মোবাইল এ ক্রোম এক্সটেনশনস ব্যবহার করার জন্য আমাদেরকে একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে । ওয়েব ব্রাউজারের নাম হল ইয়ানডেক্স ব্রাউজার । এর সাহায্যে আমরা গুগল ক্রোম এক্সটেনশনস ব্যবহার করতে পারব ।

ইয়ানডেক্স ব্রাউজার ডাউনলোড করার কৌশলঃ

#প্রথমে গুগল প্লে স্টরে যেতে হবে ।

#ইংরেজিতে ইয়ানডেক্স লিখে সার্চ দিতে হবে (Yandex)

#এরপর ইয়ানডেক্স ব্রাউজার উইথ প্রটেক্ট অ্যাপ টি install করতে হবে

অথবা,

ডাউনলোড লিংক

ইয়ানডেক্স ব্রাউজার এ Chrome Extension ব্যবহার করার কৌশলঃ

# ইয়ানডেক্স ব্রাউজার টি ওপেন করতে হবে

https://chrome.google.com/webstore লিঙ্কে প্রবেশ করতে হবে

#আপনার পছন্দ মত এক্সটেনশনস খুঁজে নিন

#এরপর অ্যাড Add to Chrome বাটনে ক্লিক করলে আপনি ইয়ানডেক্স ব্রাউজার এ সেটি ব্যবহার করতে পারবেন

ইয়ানডেক্স ব্রাউজার থেকে সেটিং এ গেলে আমরা extension দেখতে পারব ।

পোস্টের মাধ্যমে যদি সামান্য উপকৃত ও কিছু জানতেশিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ