Site icon Trickbd.com

এন্ড্রয়েড ফোনের সেরা চারটি গেম | এই চমৎকার গেম গুলোর স্বাদ আপনিও নিতে পারেন।

হ্যালো বন্ধুরা কি খবর সবার। আজ আমি আপনাদের এন্ড্রয়েড ফোনের সেরা ৪ টি গেম শেয়ার করব। যে গেম গুলা আমার দেখা বেস্ট গেম।
আশা করি গেম গুলার মধ্যে একটা না একটা আপনার ভালো লাগবেই সেটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম।

তো চলুন দেখা যাক সেরা কিছু গেম?


১.অ্যাসফল্ট ৮: এয়ারবর্ন

এটি একটি দারুন রেসিং গেম। তবে যতটা না রেস জেতার, তার চেয়ে বেশি তুলকালাম ঘটানোর।
গেমটিতে রয়েছে ক্যারিয়ার মোডে ১৫০টির বেশি ইভেন্ট।
আপনাকে আপনার প্রতিপক্ষকে কাবু করার সব রকম কৌশল খাটিয়ে এগুলো পার করতে হবে। পাশাপাশি রাস্তার অনেক বস্তুকে কাজে লাগিয়ে স্টান্ট বা কারসাজি দেখাতে হবে।
ল্যাম্বরগিনি, বুগাত্তি ও ফেরারি মতো কোম্পানির বাঘা বাঘা রেসিং কার নিয়ে আপনাকে লড়তে হবে। 
ভেনিস, আইসল্যান্ড, নেভাদাসহ বৈচিত্রময় অনেক জায়গায় রেস হবে। এর গ্রাফিক্সও রীতিমতো চোখ ধাঁধাঁনো, আর মাল্টিপ্লেয়ারে আটজন একসাথে খেলতে পারবেন।
বন্ধুরা সব কিছু মিলিয়ে গেমটি আমার কাছে দারুন লেগেছে গেমটির আপনারাও চাইলে স্বাদ নিতে পারেন।
গেমটির সাইজ 96 মেগাবাইট। গেমটি ডাউনলোড করতেএখানে ক্লিক করুন। গেমটি ডাউনলোড করে ওপেন করলে গেমটির ডাটা ডাউনলোড করতে হবে।
২.ডেড ট্রিগার ২

এই গেমটি মূলত জোম্বিদের গুলি করে মারার। বহুকালের জনপ্রিয় এ ফরম্যাটটি স্মার্টফোনে খেলতে চাইলে ডেড ট্রিগার ২ এর তুলনা নেই। ভবিষ্যতের ধ্বংসপ্রাপ্ত এক পৃথিবীতে জোম্বিদের সাথে লড়াই করা আপনার কাজ।
বন্ধুরা এই গেমটি স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় ফার্স্ট পারসন শ্যুটার গেইমগুলোর একটি। প্রতিটি জোম্বিকে মারার জন্য পয়েন্ট পাবেন।
অদ্ভুতুড়ে অনেক যায় আপনাকে যেতে হবে এবং একেক জায়গায় একেকরকম গেইমপ্লে’র মুখোমুখি হবেন।
গেমটির সাইজ ৫২২ মেগাবাইট হলেও খেলতে কিন্তু দারুন লাগবে।
গেমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
গেমটি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে খেলে এর স্বাদ নিতে পারেন আপনিও।
৩. ব্লেড স্লিঙ্গার.

বন্ধুরা সাধারনতো মারামারি কাটাকাটির গেম আমরা পিসিতে খেলতে আনন্দ বোধ করি বা পিসিতে খেলতে সব থেকে বেশি আনন্দ।
কিন্তু ব্লেড স্লিঙ্গার নামে এই গেমটি কিছুটা হলেও আপনার সেই স্বাদ এনে দিবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে।
এখানে আপনাকে উইলিয়াম গ্যাস্টন নামে এক যোদ্ধার ভূমিকায় খেলতে হবে। জোম্বি ও কিম্ভূত সব জন্তুকে ব্রেড দিয়ে ‘সুইপ’ করতে হবে। গুলি করা, হাতে মারামারি ইত্যাদিও করা যাবে এই চমৎকার গেমটিতে।
গেমটির সাইজ 420 মেগাবাইট। তো আপনারা চাইলে এই গেমটিও আপনার এন্ড্রয়েড ফোনে ইন্সটল করে একবার স্বাদ নিতে পারেন।
গেমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৪. রিয়েল রেসিং ৩.

বন্ধুরা বিশ্বের বিখ্যাত নানা রেসিং ট্র্যাকে ৫০টিরও বেশি অফিসিয়ালি লাইসেন্সড রেসিং কার নিয়ে রেস খেলা যাবে এই চমৎকার গেমটি।

পোরশে ডজ বুগাট্টি অডি সব গাড়িই রয়েছে ঠিক পিসি আর কনসোলের বিখ্যাত গেইম নিড ফর স্পিডের মতো।
গেইমটি খেলাও বেশ চ্যালেঞ্জিং। ড্রিফট, ড্র্যাগ ইত্যাদি অ্যাকশনে দক্ষ না হলে সহজে রেস জিততে পারবেন না। তাছাড়া এতে গাড়ি আপডেট করে আরো শক্তিশালী রেসিং এর জন্য উপযোগী ও করা যাবে।
বন্ধুরা তাছাড়া এই গেমটিতে চমৎকার একটি ফিচার হলো মাল্টিপ্লেয়ারে বন্ধুদের সাথে খেলতে পারবেন এবং ফলাফল সরাসরি ফেইসবুকে শেয়ার করতে পারবেন।
এটা কিন্তু চমৎকার একটি ফিচার বললেই চলে| গেমটির সাইজ ৭০ মেগাবাইট এর কাছে। সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এই চারটি গেম এর মধ্যে কোন গেমটি আপনার সব থেকে ভালো লেগেছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে।
আর আপনি যদি এমনই আনকমন আর ইন্টারেস্ট পোস্ট পেতে পছন্দ করেন তাহলে ও কমেন্ট বক্সে জানাইতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পোস্টে ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ।
সবচেয়ে বেশি দামে ডলার বিক্রি করতে আমাকে ফোন দিতে পারেন ০১৮৭১১৪১৩৩৯.