Site icon Trickbd.com

এই অ্যাপ গুলো নারীদের জীবনকে আরো সহজ করে তুলবে | এই পোস্টটি শুধুমাত্র নারীদের জন্য।

Unnamed

হ্যালো বন্ধুরা কি খবর সবার? । আজ আমি আপনাদের সাথে কিছু চমৎকার অ্যাপ শেয়ার করব যেগুলো কিনা শুধুমাত্র মেয়েদের কাজে আসবে।
এই প্রযুক্তির যুগে মেয়েদের নানা সমস্যার সমাধান মিলছে তাদের হাতের স্মার্টফোন থেকেই। ঠিক তেমনি কিছু অ্যাপ আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে যেগুলোতে নারীদের জীবন কে আরও সহজ করে তুলবে।
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এপিসোড।
১. মায়া আপা
অ্যাপটির নাম হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন ? | বন্ধুরা আমাদের দেশের মেয়েরা অনেক সমস্যায় আক্রান্ত থাকেন। কিন্তু লজ্জা বা ভয়ে কাউকে তাদের সমস্যার কথা খুলে বলতে পারে না।
নারীদের ঠিক এই সমস্যা গুলোর সমাধান নিয়ে এসেছে *মায়া আপা* নামে এই অ্যাপটি।
স্বাস্থ্যবিষয়ক তথ্যসহ এই অ্যাপে নারীদের বিভিন্ন সামাজিক ও আইনি পরামর্শ দেওয়ার ব্যবস্থা রয়েছে এই চমৎকার অ্যাপটির মধ্যে।
এই অ্যাপটিতে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টি এতে পরিচয় গোপন রেখে নারীরা বিভিন্ন বিষয়ে সমস্যা সম্পর্কে প্রশ্ন করতে পারেন।
এবং 24 থেকে 48 ঘণ্টার মধ্যেই আপনার সমস্যার সমাধান মিলবে একদম সম্পূর্ণ ফ্রিতে।


সব দিক থেকে দেখতে গেলে অ্যাপ্লিকেশনটি নারীদের অনেকটাই উপকারে আসতে পারে তাছাড়া আপনি ছেলে হলেও অ্যাপটি ব্যবহার করতে পারেন।
অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যেয়ে *মায়া আপা* লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।
অথবা এখানেক্লিক করে এক ক্লিকে ডাউনলোড করে নিন।
অ্যাপটি ডাউনলোড করতে হয় আপনার ১৩ মেগাবাইটের মত খরচ হতে পারে।
২. নাইকি ট্রেইনিং ক্লাব

বর্তমান সময়ে মেয়েরা নিজের ফিটনেসের দিকে নজর দেন বা ফিটনেস সচেতন। কিন্তু কর্মব্যস্ত একজন মেয়েকে জিমে যাওয়া বা বাইরে কসরত করার সুযোগ তেমন একটা পান না।
ঠিক তেমন মেয়েদের ফিটনেস ধরে রাখতে চমৎকার একটি অ্যাপ হল ‘নাইকি ট্রেনিং ক্লাব’।


অ‍্যাপটিতে ১০০টির বেশি ব‍্যায়ামের নির্দেশনা রয়েছে। ফলে  নিজের এনার্জি লেভেলের সঙ্গে সামঞ্জস্য রেখে নারী এই অ্যাপ ব্যবহার করে ঘরেই ফিটনেস ধরে রাখার জন্য প্রয়োজনীয় ব্যায়ামগুলো সেরে নিতে পারবেন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ করে নিবেন নাইকি ট্রেনিং ক্লাব। অথবা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
এই অ্যাপটি ডাউনলোড করতে আপনাকে ৪১ মেগাবাইটের মত খরচ করতে হবে।
৩. রান্না শেখাতে অ‍্যাপ
বর্তমান সময়ে রান্না নিয়ে বিপাকে পড়তে হয় অনেক মেয়েরই। তবে এখন থেকে আর রান্না শেখার জন্য যেতে হবে না কোনো দক্ষ রাধুনির কাছে বা রাখতে হবে না কোন গৃহকর্মী।
এখন আপনার হাতে থাকা স্মার্টফোনটি হয়ে যাবে আপনার রান্না শেখানোর শিক্ষক। ঠিক তেমনি একটি চমৎকার হলো *‘হাউ টু কুক এভরিথিং*| এই অ্যাপটি রান্নার মৌলিক সম্পর্কে আপনাকে জানাবে।
এই অ্যাপটিতে রয়েছে দুই হাজারেরও বেশি রেসিপি যার ফলে এই অ্যাপটি যারা ব্যবহার করবেন তারা যেন খুব সহজেই বুঝতে পারেন। তার জন্য প্রতিটি রেসিপি তে রয়েছে নির্দিষ্ট ছবি।
অ্যাপটিতে চারশোর বেশি চিত্রের মাধ্যমের রেসিপির বর্ণনা দেয়া আছে।
রান্নার প্রাথমিক অবস্থা, কাঁচামাল থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত কার্যক্রম  মোটামুটি সবই অ্যাপটিতে তুলে ধরা হয়েছে।

বন্ধুরা অ্যাপ্লিকেশন টি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গেলে আপনাকে গুনতে হবে পুরো এক হাজার টাকা। ১,০০০ টাকা দিয়ে অ্যাপটি ডাউনলোড করতে কিন্তু কেউই চাইবেনা? | তাই এই লিংকে ক্লিক করে একদম ফ্রিতে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করতে খরচ হবে মাত্র ৮ মেগাবাইটের মত.।
৪.মেকআপ টিপস ইন বাংলা
বন্ধুরা রূপচর্চা করাটা প্রায় সকল নারী পছন্দ করেন। অনেক শখের একটি কাজ।
সেজন্য নামিদামি বিউটি পার্লারে যান বেশিরভাগ নারীরা। ঠিক তাদের জন্যই একটি অ্যাপ হল *মেকআপ টিপস ইন বাংলা*
এখন থেকে আর বিউটি পার্লারে না যেয়ে হাতের স্মার্টফোনের মাধ্যমে জেনে নিতে পারেন রূপচর্চার নানা রকম কৌশল।
ঘরে বসেই মেকআপ করার নিয়মসহ মেকআপের খুঁটিনাটি বিষয়ে সাজিয়ে অ্যাপটি তৈরি করা হয়েছে।


এই অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনার ফোনে প্লে স্টোরে যে সার্চ করবেন *মেকআপ টিপস ইন বাংলা* তাহলে পেয়ে যাবেন।
অথবা এখানে ক্লিক করে অ্যাপটিকে করে নিন এক ক্লিকে ডাউনলোড। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার খরচ হবে মাত্র 2 মেগাবাইটের মত।
আপনি যদি নারী হন তাহলে এই অ্যাপ গুলোর মধ্যে কোন অ্যাপ টি আপনার সব থেকে ভালো লেগেছে তা নিচের কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না।
আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট দেখতে পছন্দ করেন তাহলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিন।
তো দেখা হচ্ছে আগামী পোস্টে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ।
ডলার – ক্রয় বিক্রয় করতে এখানে ক্লিক করুন অথবা যোগাযোগ করুন 01871141339