Site icon Trickbd.com

App lock বাদ দিয়ে নিয়ে নিন নতুন একটি ভালো App lock.. যেটা দেখতে মনে হয় ঘড়ি। অন্যকেউ আপনার লক করা জিনিস কখনো দেখতে পারবে না আপনি ছাড়া(নিজের ইচ্ছে মতো সব কিছু লুকিয়ে রাখুন)…….??

Unnamed


আশা করি সবাই ভালো আছেন

আল্লাহর রহমতে

______________________________________
❐❐ আমি আজকে আপনাদেরকে দেখাবো Android এর জন্য ভালো একটি App যেটা একটা App lock…….

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
অনেক App lock ব্যাবহার করেছেন। কিন্তু অনেক App lock তো আবার মাঝে মধ্যে কাজই করে না।

এটা ব্যাবহার করলে কেউ বুঝবেই না যে এটার ভিতরে কোন গান বা অন্য সব ফাইল আছে।

এটা আবার আপনার এলাম ঘড়ি হিসেবেও কাজ করবে।

তো চলুন শুরু করা যাক।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

প্রথমে App টি নামিয়ে নিন।
.
App Information……………
.
App Name: Clock The Vault
.
App Size: 4.9MB
.
Download App Form Apk:
Download Clock The Vault

=====================================

স্কিন সর্ট গুলো ফলো করুন


App টি ওপেন করুন এমন আসবে।
এখন আপনার পাসওয়ার্ড টি দিন।
এখানে একটা টাইম সেই করুন।

যেমন– ৬.৩০ তাহলে আপনার পাসওয়ার্ড হবে (০৬৩০) কারণ ৬ এর সামনে যে একটা ০ আছে। কি বুঝলেন।


এবার আবার ওই একই টাইম মানে পাসওয়ার্ড টি দিন এর পর মার্ক করা জায়গায় মাঝখানে ক্লিক করুন।


এবার আপনার যে কোন একটা GMail সিলেক্ট করে Ok করুন।


এখন যেই ফাইল বা গান বা ফটো গুলো লুকিয়ে রাখতে চান ওইটায় ক্লিক করুন


এরপর (+) আইকন এ ক্লিক করুন।


এখন গেলারিতে যান।


এবার যেগুলো লক করতে চান ওইগুলো সিলেক্ট করুন।এবং মার্ক করা জায়গায় ক্লিক করুন। আর কিছুক্ষণ Wait করুন।



দেখুন এড হয়ে গেছে।


আপনারা চাইলে এখান থেকে যেকোন App টি লক করতে পারেন। তার জন্য নিচে দেখুন। মার্ক করা জায়গায় যান।


এবার App টির পারমিশন দিন।



এখন বেক করে আসুন এবং যেইটা যেইটা লক করতে চান ওইটা সিলেক্ট করুন। এবং মার্ক করা জায়গায় ক্লিক করুন। আর লক এনাবল করে দিন



এখন দেখুন। পাসওয়ার্ড চাইতেছে।


এটার আরেকটা সুবিধা হলো এটা দিয়ে আপনারা ব্রাউজিং করতে পারবেন।
তার জন্য ব্রাউজিং Option এ ক্লিক করুন। আর নেট কানেক্ট দিয়ে। ব্রাউজিং করুন।

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
⭐আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে।⭐

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আর পোস্ট এ কিছু ভুল হলে আল্লহর ওয়াস্তে মাফ
করে দিবেন। ভুল তো মানুষেরি হই তাই না।

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣