Site icon Trickbd.com

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্যা দারুন এপস। (মাত্র ২ এমবি)

Unnamed

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম,,,,,

তথ্য প্রযুক্তির এর যুগে আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখছি,যানতে পারছি খুব সহজেই আমাদের হাতের মোবাইল দিয়ে বাড়িতে বসে পৃথিবীর নানান খবর। মোবাইল যেন আমাদের প্রতিদিনের ব্যাবহার করা রুটিনের মধ্য একটি সারাদিন মোবাইলে কোন কিছু না থাকলেও না দেখলেও কাজের ফাকে ফাকে একবার করে মোবাইলে টাইম দেখার জন্য টিপ দেই।।
আমাদের অনেকই আছি যারা ট্রিকবিডি দিনের একবার হলেও ভিজিট ছাড়া যেন টেকনোলজি এর একধাপ পিছিয়ে পড়েছি মনে হয়।মনে হয় আজ কিছু একটা কমতি আছে আমার আজকে।
⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇
যাহোক অনেক কথা বলে দিলাম অযথা আসলে লিখতে বসলে মনে হয় পাহাড় সমান লিখি??
➡➡➡আজকের মূল টপিক হলো আমারা অনেকেই মোবাইল এ বিভিন্ন ফটো ইডিটিং সফটওয়্যার ব্যাবহার করি এর মধ্য ছবির ব্যাকগ্রউন্ড রিমুভ করার জন্যও আছে ভিন্ন ভিন্ন এপস।
আজ যেটির সম্পর্কে আলোচনা করব সেটি অনেকেরই হয়তোবা ব্যাবহার করেছেন। কিম্বা অনেকের ভালো লাগেনা
আর প্লেস্টোর এ গেলে তো হাজার স্টাইলিশ এপস পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ এপস দেখা যায় বেকার ডাউনলোড করেছি, কিম্বা অল্প ফিচারস কিন্তু অনেক বেশি এমবির হয়।আজকের এপটি দ্বারা আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আরও সহজেই। কারন এপটি তে একটি আপডেট এসেছে ম্যাজিক টুল(Magic)।এখন হয়তো অনেকর মনে পড়বে ম্যাজিক টুল দেখেছি কম্পিউটার এর ফটোশপের এপস এ।তাছারা অনেক এপস আছে কিন্তু কাজের সময় দেখা যায় অহেতুক কোন কাজ করছেনা এই টুল।
আজকের এপটি দিয়ে আপনি ফটোশপের ম্যাজিক টুলের মত ব্যাবহার করতে পারবেন খুব সহজেই।এগুলা যারা ছবির অবজেক্ট রিমুভ করতে (ফটো ইডিট)ভালোবাসে কিম্বা মোবাইল দিয়ে ইউটিউবে কাজ করে, তাদের জন্য কিন্তু দারুন কাজে দেবে।

AppS Name
Background Eraser
Size :- 2.33 (২এমবি মাত্র)
App link
Donwnload Click

এই এপটি আমার খুবই প্রিয় অনেকে বলতে পারেন এটা পুরাতন কিন্তু আমি বলব এর নতুন ফিচারটি দেখুন। আজ আমি এপটি আপডেট দিয়েই (এরকম এপস আমরা আপডেট দেইনা খুব একটা) দেখলাম আর হ্যা আপডেট এসেছে
২২ সেপ্টেম্বর তাই হয়ত অনেকেরই যানা থাকতে পারে তার জন্য আমি দুক্ষিত।

এবার কাজ দেখে নিন এপস টির ঃ-


….

….



….





….

….

….

(আমি কোন প্রফেশনাল ইডিটিং মাষ্টার না শুধু মাত্র উদাহরন হিসাবে একটি ছবি দিলাম যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিসআর্ট দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি) ।

সবশেষে একটা কথা বলব অনেকের ধারনা ট্রিকবিডির অথোর রা সাধারন ভিজিটর কিম্বা কন্টিবিউটর দের সাথে কথা বলতে চাইনা অথবা বেশি ভাব দেখাই। কিন্তু এমনটা নয় হয়তো তিনি ব্যাস্ত থাকেন তায় কথা বলেন না আবার সমস্যা ও থাকতে পারে বিভিন্ন তাই আপনার সাথে ঠিকভাবে কথা বলছেন না।এখানে সবাই ভালো তবে সময়ের সাথে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি চাইলে কোন সাহায্যে এর জন্য কিম্বা (টেকনোলজিক) বিপদে ট্রিকবিডি এর ফেইসবুকে গ্রুপে জয়েন হয়ে সমাধানের জন্য পোষ্ট করতে পারেন সেখনে অনেকে আছেন সমাধান পাবেন।(Trickbd Family ) আর হ্যা অথর দের বলছি ভাইরা যারা আপনাদের কাছে সমস্যার জন্য বলে কিম্বা পরামর্শ এর জন্য নক করে পারলে তাকে সাহায্যে করবেন। না পারলে বলে দিবেন। তবে দয়াকরে উপেক্ষা করবেন না। এই কথা গুলো বলার কারন অনেকে এমন বলে আবার আমিও অনেক আগে এমন সমস্যার সম্মুখীন হয়েছিলম।
ধন্যাবাদ এতক্ষণ পোষ্ট টি পড়ার জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে অথবা আমি ভুল কিছু বলে থাকলে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি। আর ভুলটি বলে দিবেন যাতে পরে আর এমনটা না করি।
??????
“আমার ঘর ভাঙ্গিয়াছে যিনি, তাহার ঘর বাঁধিব আমি”
(…….)যিনি কথাটি বলেছেন নামটা মনে আছে কিন্তু কনফিউজড তাই বললাম না।
ফেইসবুকে আমি
MD Ashik?
ইউটিউবে আমি ইচ্ছা হলে ঘুরে আসবেন।
Anyone BD?
প্রতিদিন ট্রিকবিডিতে আসছি নতুন কিছু শিখছি নিজের ক্ষুদ্র জ্ঞান ভাগ করছি।
Exit mobile version