Site icon Trickbd.com

সম্পূর্ণ ফ্রিতে মহাকাশের যাওয়ার বা সেলফি তোলায় স্বাদ দিবে যে অ্যাপ্লিকেশন।


বন্ধুরা সবাই কে আসসালামুআলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছে।
আপনার কি মহাকাশে যাওয়ার ইচ্ছা আছে? | ইচ্ছা থাকলেও সবার ভাগ্যে মহাকাশের যাওয়ার সুভাগ্য হয় না।
কিন্তু এই বর্তমান সময়েকে সেল্ফির যুগ বলে অ্যাখ্যা দিলে খুব একটা ভুল
হবে না ?
আপনি জানলে অবাক হবেন যে ফোন বা ক্যামেরা থেকে প্রতি মিনিটে 2 কোটি 50 লাখ সেল্ফি তোলা হয়। সেল্ফির বিস্তৃতি আরও বাড়াতে এবার সম্পূর্ণ ফ্রিতে মহাকাশের সেলফি তোলার সুযোগ করে দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
*নাসা সেল্ফিসা* নামে একটি অ্যাপ্লিকেশন তারা গুগল প্লে স্টোরে লঞ্চ করেছে। এই চমৎকার অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি চাইলেই বাড়িতে বসে তোলা সেলফি মিল্কি ওয়েব গ্যালাক্সি বা অন্য কোন পছন্দের গ্যালাক্সি অর্থাৎ মহাজাগতিক প্রেক্ষাপটে নিয়ে যাইতে পারবেন।

বন্ধুরা অ্যাপটিতে রয়েছে 30 টিরও বেশি ভিন্ন ভিন্ন মহাকাশ ব্যাকগ্রাউন্ড আপনার নিজের পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড বাছাই করে নিতে পারবেন।
এই অ্যাপটির মাধ্যমে শুধু আপনাকে ছবি তুলতে হবে আর অটোমেটিকেলি আপনাকে নভোচারীর বেশে পরিবর্তন করে নিবে।
তাছাড়া পিছনের ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে স্পিটজার স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা মহাকাশের বিভিন্ন অংশের আসল ছবি যা সত্যি চমৎকার।

তো চাইলে আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখতে পারেন আপনার ভালো লাগতে পারে ডাউনলোড লিংক।
অ্যাপটির সাইজ মাত্র 27 মেগাবাইট গুগল প্লে স্টোর থেকে 50 হাজারেরও বেশি ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে এই চমৎকার অ্যাপ।




আশা করি এই অ্যাপটি আপনার মহাকাশে যাওয়ার ইচ্ছে পূরণ করবে কিছুটা হলেও | পোস্টটি ভাল লাগলে একটি লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট পেতে পছন্দ করেন | তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
তো দেখা হচ্ছে আগামী পোস্টে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ।