আপনারা হয়ত জেনে থাকবেন যে আইফোন এর পূর্বের প্রতিটি মডেলেই একটি হোম বাটন ছিল। কিন্তু I Phone X এ সেই বাটন টাও উধাও!!
তার পরিবর্তে দেওয়া হয়েছে একটি হোম বার। এক্সার সাহায্য ফোনের কিছু শর্টকাট কাজ কন্ট্রোল করা যায়।
তবে খুশির ব্যাপার হচ্ছে যে আপনি চাইলে আপনার এন্ড্রয়েড ফোনেও আইফোন এর এই হোম বার ইউজ করতে পারবেন অনায়েসে।
হ্যাঁ, আমি আজ I Phone X Home Bar App নিয়েই আপনাদের সাথে কথা বলব।
প্রথমেই বলে নেই এই অ্যাপ এর ফিচারস গুলো সম্পর্কে…
*এই অ্যাপ দিয়ে আপনারা ফোনের শর্টকাট কাজ গুলো করতে পারবেন।
*Swife করে নটিফিকেশন বার আনতে পারবেন।
*Swife করে Recent App দেখতে/কন্ট্রোল করতে পারবেন
*Swife করে Google Assistant On করতে পারবেন
*Swife করে স্ক্রিনশট নিতে পারবেন।
*আরো অনেক অনেক ফিচারস যা আপনারা অ্যাপ ইন্সটল করলেই বুঝতে পারবেন।
**আর সব থেকে বড় কথা হচ্ছে অ্যাপ টি মাত্র ১.৭৮ মেগাবাইট/এম্বি
চলুন তাহলে অ্যাপ টির কিছু স্ক্রিনশট দেখে নেওয়া যাক..
কী দেখলেন তো?
আশা করি ভালো লেগেছে।
এবার আসি ডাউনলোড & ইন্সটলেশন প্রসেস এ।
অ্যাপ টি ডাউনলোড করার জন্য নিছের লিংক এ ক্লিক করুন।
এবার ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে নিন।
ইন্সটল হয়ে গেলে কিছু পারমিশন চাইবে দিয়ে দিন।
ব্যাস আপনার কাজ শেষ।
অনলাইন আর্নিং, ফ্রীনেট, টেক আপডেট পেতে ভিজিট করুন: BD Tech Lab