Site icon Trickbd.com

ফোনে চার্জ ঠিক ভাবে ইনপুট/আউটপুট হচ্ছে কিনা। অ্যাপ ব্যাবহার করে দেখুন।

Unnamed

প্রথমেই বলে নিচ্ছি এই অ্যাপ টা কম বেশি সবাই জানেন।তবে যারা চার্জার বা চার্জিং সমস্যায় ভুগতেছেন তাদের জন্য উপকার হতে পারে।

ফোনের চার্জিং ইনপুট/আউটপুট সমস্যায় এই অ্যাপ ব্যাবহার করতে পারেন।


অ্যাপের নাম Ampere. অনেক ফোনের বিল্ড ইন অ্যাপ হিসেবেও থাকে।তো ডাউনলোড করে নিন অ্যাপটি।
Play store Link :- Ampere Apk

অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করুন।

এখানে দেখুন -750mA করে আউটপুট হচ্ছে।আমি ফোন ব্যাবহার করছি তাই।আপনি যদি গেইম যেমন PUBG MOBILE ওপেন করলে এটা 1.2A বা 1.4A করেও দ্রুত চার্জ যাবে।বা আপনি দেখছেন আপনি কোনো অ্যাপ ইউস করছেন না তারপরো 1.1/1.2 A করে চার্জ যাচ্ছে। বুঝতে হবে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ওপেন আছে।

এখন দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস না থাকায় আরো কমে গেছে।এটা দেখে আমরা বুঝতে পারবো ফোন অটো চার্জ কম খাচ্ছে।


এবার আপনি চার্জে লাগান ফোন। দেখুন +420mA করে চার্জ হচ্ছে।আমরা জানি মোটামুটি ফাস্ট চার্জার বাদে নরমাল চার্জারের আউটপুট থাকে 1A এখানে +420mA করে চার্জ ইনপুট হচ্ছে তার মানে চার্জে লাগানো অবস্থায় ব্যাকগ্রাউন্ডে অ্যাপস চলতেছে বা চার্জার ভালোনা।

তো এবার ওয়াইফাই সহ ব্যাকগ্রাউন্ডে থাকা যা যা পারা যায় অফ করলাম এখন +880mA করে চার্জ ইনপুট হচ্ছে। যাদের ফাস্ট চার্জ সাপোর্ট করে তারা 1.5+A চার্জ ইনপুট হবে।
আর আউটপুট হবে আপনার ব্যাবহারের উপরে।
ধন্যবাদ।

N.T-পোষ্ট ভালো না লাগলে এডমিন ডিলেট করতে পারেন।