Site icon Trickbd.com

All Android User ছোট মরিচে ঝাল বেশি!! মাত্র 1.3 MB এর চরম ফটো ইডিটিং সফটওয়্যারঃ PicSay Pro….. আসাধারণ Editing Softwere All In All… বেব্যহার করে দেখুন।

Unnamed

আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন TBএর পক্ষ থেকে এই কামনা রইলো।

নিচ থেকে Softwere টি নামিয়ে নিন

Download

এবার আসুন যেনে নেই App টি সম্পকে হাই এন্ড্রয়েড ইউজার গন, আশা করি এন্ড্রয়েড নিয়ে সুখে শান্তিতেই আছে। আপনাদের খুশি আরো বাড়ানোর জন্য আজ
নিয়ে এলাম খুব ছোট, কিন্তু চরম কাজের একটি ফটো ইডিটর!!!! এই এপটি বিশেষ করে যাদের স্মার্টফোনের র্যাম ও রম কম তাদের কাজে আসবে বেশি। তাছাড়াও অন্যরাও ব্যবহারকরেদেখতে পারেন। খুবই লাইট ওয়েট এই এপটি ছবি ইডিটিং এর জন্য খুবই ভাল। তো চলুন,
আরদেরী না করে আমরা ডিটেইলস রিভিউ এ যাইঃ

Application Name: PicSay Pro
Version: 1.7.0.5
Category: Photo Editor
Size: 1.28 MB
Play Store Price: 3.38$
এই এপ টি তে ১ম এই রয়েছে স্টার্ট পেজ,
যেখান থেকে অতি সহজেই আপনি
যেকোন ইমেজ সিলেক্ট বা ক্রিয়েট
করতে পারবেন।

এই এপটির Adjust অংশে রয়েছে অনেক
অপশন। আমি সাজেস্ট করব আপনারা
নিজেরা
এই অপশন গুলো নিয়ে নাড়াচাড়া করুন।
নিজেরাই বুঝতে পারবেন কোনটার কি
কাজ।
আরেকটা কথা, যে অপশন গুলোতে দুটো
অপশন অথবা দিয়ে দেওয়া আছে সেগুলো
উপরের একটি ট্যাব দ্বারা টোগল করা যায়,
ওই
অপশন এ ঢোকার পর। আপনারা নিজেরাই
ইউজ
করলে বুঝবেন আশা করি।
এই এপটি Effects অপশন এ আছে অসংখ্য
ইফেক্টস!!!
এই এপ এ অনেকগুলো Sticker এর অপশন
আছে। তবে এগুলো আপনাকে এপ
থেকে ডাউনলোড করে নিতে হবে।
এই হল শর্ট এপ এর শর্ট রিভিউ। আপনারা
ইউজ
করলেই বুঝতে পারবেন ছোট মরিচে ঝাল
বেশি , কথাটা কতটা সত্যি। জাস্ট দুই একটা
টাচ আপ
করে নিচের ফটো টা ইডিট করা হল। আমি
এতটা ভাল ইডিট করতে পারি নি। তবে
আশা
করিখারাপ হয় নি।

আমার সাইট Trickmela.com ঘুরে আসবেন আশা করি ভাল লাগবে।