আজকে আপনাদের সাথে আপনাদের প্রিয় এপ ভিটমেট এর রিভিও করব। কেন ভিটমেট নিয়ে রিভিউ করব পোস্ট সম্পুর্ন পড়লেই বুঝতে পারবেন। ভিটমেট এমন একটি এপ যেখানে আপনি আপনার প্রয়োজনের সবকিছু পাবেন। কিন্তু কেন এই এপ প্লে স্টোর এ ব্যান করা হয়েছে অনেকেই বলবে যে খারাপ ওয়েবসাইট তাকার কারনে ব্যান করা হয়েছে। না মোটেও সেজন্য ব্যান করা হয়নি। আপনার কাছে কি ২মিনিট সময় হবে আপনার প্রিয়য় এপ্স এর জন্য একটু ভিটমেট এর এপ্স ইনফোতে গিয়ে পারমিশনটা একটু দেখবেন। আপনি কি পারমিশনগুলো অন করেছিলেন। এখন আসি ব্যান হবার কারন আপনারা সকলেই জানেন যে প্লে স্টোর এ এপ্স পাবলিশ করতে হলে গুগলের কিছু নিয়ম মানতে হয়।যা এই এপ্স মানেনি। তার চেয়েও বড় কথা হলো এই এপ্স এ আপনার সকল তথ্য হ্যাকারদের কাছে চলে যেতে পারে।আর গুগল কখনোই চাইবে না আপনার গোপন তথ্য হ্যাকাররা হ্যাক করে নিক। তাই গুগল এই এপ্সকে ব্যান করেছে। আর আামাদের মধ্যে ৮০% মানুষ এই এপ্স ব্যবহার করি ইউটিউব এর ভিডিও ডাউনলোড করার জন্য কিন্তু ইউটিউব ভিডিও ডাউনলোড করা কি বৈধ। ইউটিউব বলে ইউটিউব এর ভিডিও ডাউনলোড করা অবৈধ না কিন্তু অনৈতিক। আর মনে রাখবেন আপনার গোপন তথ্য ফাঁস মানেই কিন্তু বাঁশ। এখন পরেরটা আপনার বিষয়। সবা ভালো থাকবেন ধন্যবাদ