হ্যলো বন্ধুরা, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো
আমিও আল্লাহ্ রহমতে ভালো আছি।
কথা না বাড়িয়ে কাজি চলে যায়।
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা বিভিন্ন ওয়েবসাইট যায় তথ্য পড়তে।
আমদের কিছু ইংলিশ সাইট আছে যা বাংলা অনুবাদ করতে সবাই নাও পারতে পারে সঠিকভাবে নাও হতে পারে।
আবার অনেক সময় আমদের বাংলাকে ইংলিশ অনুবাদ প্রয়োজন পড়ে।যা এই এপ দিয়ে পারবেন।
আজকে আমি একটি এপ নিয়ে হজির হয়েছি যা দিয়ে আপনি যেকোন লেখা ওপর ধরলে তা তা অনুবাদ হয়ে যাবে।
আপনাকে কস্ট করে গুগল Translate কাছে যেতে হবে না। আপনি নিজেই সহজে এপ দিয়ে অনুবাদ করে নিতে পারবেন।
প্রথমে প্লে-স্টোর থেকে এপ ডাউনলোড করে নিন
Click To Download
এপ ওপেন করুন
ওপেন হলে Permission Allow কিল্ক করুন
এখন Get Started কিল্ক করুন
এখন ACCESSIBILITY কিল্ক করুন
এখন next কিল্ক করুন
Get Started কিল্ক করুন
এমন আসলে আমি ইংলিশ থেকে বাংলা অনুবাদ করবো তাই নিচের সেটিং মতো কাজ করুন
এই ওপশান অন করে দিন
যেকোন ওয়েসাইট গেলাম দেখুন এমন আইকন শো করবে।
দেখুন লেখা ওপর ধরলে তা অনুবাদ হয়ে যাবে।
আরেক টা কথা এভাবে আপনি বাংলা থেকে ইংলিশ অনুবাদ করে নিতে পারবেন এই এপ দিয়ে।
ধন্যবাদ।