আস-সালামুয়ালাইকুম, { সালাম এর জবাব নেয়া ওয়াজিব }
কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমি মেজবা উদ্দিন জিহাদ আপনাদের মাঝে আবারো চলে আসলাম অনেকদিন পরে। তো বেশি কথা না বলে সরাসরি টিউটোরিয়াল এ চলে যাই।
আমরা অনেক এ মোবাইল এর ট্রিক্স বা বিভিন্ন এপ্স এর রিভিউ করতে চাই সে জন্য আমাদের মোবাইল এর স্কীন রেকর্ড এর জন্য একটা স্কীনরেকর্ডার দরকার হয় তার জন্য আমারা প্লেস্টোর এ গিয়ে বিভিন্ন মোবাইল এ স্কীনরেকর্ড ডাউনলোড করে থাকি পরে সে সব স্কীনরেকর্ডার দিয়ে রেকর্ড করতে গিয়ে দেখি তাদের ব্রান্ড এর লগো দেয়া। আর সে সব লগো সরাতে গেলে পেইড ভার্শন ব্যবহার করতে বলে। আর সেই সব পেইড ভার্শন এর জন্য টাকা প্রোয়জন হয় । তাই আজকে আমি আপনাদের এমন একটা স্কীন রেকর্ডার এর সাথে পরিচয় করিয়ে দিব যেটা সম্পূর্ন ফ্রি (তাদের পেইড ভার্শন ও আছে) তাহলে চলেন এপ্সটার সাথে পরিচয় হওয়া যাকঃ
নামঃ A-Z screen Recoder
সাইজঃ ১৫ মেগাবাইট ২০০ কেবি
এটি ব্যবহার এর জন্য আপনার ফোন রুট করা লাগবে না
ডাউনলোড লিঙ্কঃ Click Here To Download
এপ্স এর সুবিধাঃ
ফ্রী ভার্শনঃ
- এটি দিয়ে আপনি ১৯২০ x ১০৮০ রেজুলেশন এ স্কীন রেকর্ড এ ভিডিও করতে পারবেন । (আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী রেজুলেশন দিয়ে রেকর্ড করতে পারবেন )
- রেকর্ড এর সময় তাদের কোন লোগো আপনার স্কীন এ শো হবে না
- আপনি চাইলে ভিডিও এর স্পিড বাড়িয়ে কমিয়ে রেকর্ড করতে পারবেন
- রেকর্ড এর সময় চাইলে আপনি অডিও অফ করে রাখতে পারবেন
- রেকর্ড এর সময় আপনার লোগো + আপনার না একসাথে আপনি এড করে রেকর্ড করতে পারবেন
- আপনি কোথায় টাচ করতাছেন সেটা শো করে রাখার অপশন ।
- কতক্ষন যাবন রেকর্ড করতাছেন সেটি চাইলেও আপনি আপনার স্কীন এ শো করে রাখতে পারবেন
- স্কীন রেকর্ড এর সময় নোটিফেকেশন রার এর যেই আইকন টা শো করে আপনি চাইলে সেটাও অফ করে রাখতে পারবেন
- আপনার ভিডিও রেকর্ড শেষে কোথায় সেভ হবে আপনি চাইলে সেটি সেট করে রাখতে পারবেন
- মোবাইল ঝাকি দিয়ে রেকর্ড থামাতে পারবেন
- রেকর্ড এর সময় সিংগেল ট্যাপ এর মাধ্যমে ভিডি পুস বা রিজুম করতে পারবেন। ডাবল ট্যাপ এ রেকর্ড অফ করতে পারবেন
- কতসময় আপনার স্কীনরেকর্ড হবে সেটা চাইলে আপনি সেট করে দিতে পারবেন
- স্কীনরেকর্ড এর সময় স্কীন লক হয়ে গেলেও ভিডিও রেকর্ড হতে থাকবে ( আপনি চাইলে এটা অফ করে রাখতে পারবেন )
পেইড ভার্শন যে সব ফিচার গুলা বেশি পাবেনঃ
- স্কীনরেকর্ড এর সময় আপনার ফ্রোন্ট ক্যামেরা চালু রেখে আপনার নিজের ভিডিও স্কীন এর এক কোনার শো করে স্কীন রেকর্ড করতে পারবেন
- মেজিক বাটনঃ যেটার মাধ্যমে আপনি রেকর্ড চালাকালীন সময় আপনি ভিডিও পুস + রাইজুম করার সময় তাদের রেকডার এর কোন কিছু রেকর্ড করা ভিডিও তে শো হবে না
- ভিডিও ট্রিম(কাটা) করার অপশন
- জিফ কনভাটার
এপ্স এর কিছু স্কীনসর্টঃ
ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ টিউটোরিয়াল টি পড়ার জন্য । তো আজকে এই পর্যন্তই সবাই থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি । আস-সালামুয়ালাইকুম
টেক রিলেডে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও এর জন্য আমাদের চ্যানেলটি Subscribe করুন এবং টেক রিলেটেড যে কোন হেল্প এর জন্য আমাদের গ্রুপ এ জয়েন হোন।
আমাদের চ্যানেল লিংকঃ Tech Help BD
আমাদের গ্রুপঃ Tech Help BD
best of best……est
jokes করলেন্
Link Fixed..
Sorry For That 2 days Our website Slepping..
Now full site and link update..
Hope that anyone face no problem..
Send free Unlimited Sms
Note: Must be follow the site rulse..If you arent follow rulse..Your sms will be not send..
Link:http://freesmsbd.ml/