আসসালামু আলাইকুম!
অনেকদিন পর আবারও হাজির হলাম আমি Riadrox. আপনারা অনেকেই আমাকে রিকুয়েস্ট করেছেন আমার ফিরে আাসার জন্য, আবার অনেকে ভেবেছেন আমি একবারে ট্রিকবিডি ছেড়ে চলে গিয়েছি আর হয়ত ফিরে আসব না। একটা কথা শুনে রাখুন সকল বন্ধুগণ, আমি কখনো ট্রিকবিডি ছাড়িনি, আর যতদিন বেঁচে আছি কখনো ছাড়বও না।
কিন্তু লাইফ অনেক বৈচিত্রময় আপনাকে কখন কোন মাইনকা চিপায় ফেলে দিবে বুঝতেই পারবেননা। বাস্তব উদাহরণ এই যে, ট্রিকবিডির এডমিনরাই এই চিপায় পড়ে Hardly ট্রিকবিডিকে সময় দিতে পারে। অনেক দিন পর পর ইন্টারেক্ট করে। – এতে তাদের কি দোষ বলুন!? ধরে নিন একয়দিন আমিও এক চিপায় পইড়াছিলাম। থাক! আর ফাও প্যাঁচাল না পারি!
এবার শুদ্ধ ভাষায় শুদ্ধ পোস্ট লিখা শুরু করি। ফোনের স্ক্রিন ড্যামেজ হওয়ায় বর্ণ বিপর্যয় খুঁজে পেলে মাফ করবেন।
1 Second Note কি?
## আপনি কি কখনো এমন Situation এ পড়েছিলেন, যে হুট করে কিছু আপনাকে নোট করে রাখতে হবে তাও আবার তাড়াতাড়ি করে। হাতে বেশি সময় নেই, কলম নিতে গেলে হাত থেকে খাতা পড়ে যায়, খাতা সামলাতে গেলে কলম পড়ে যায়।
## শেষমেষ হেরে গিয়ে ফোনে সেভ করার জন্য উকিঁ দেন মেসেজ টেক্ট এরিয়ায়, ফোনের নাম্বারপ্যাড কিংবা নোটস্ এপে। বেশিরভাগ ক্ষেত্রে সফল হলেও এভাবে নোট করাটা রিস্কি।
## এক্ষেত্রে আপনাকে যে এপটি সাহায্য করবে তা হলো 1 Second Note এন্ড্রয়েড এপ।
## এপটির আইকনে ক্লিক করা মাত্রই অনস্ক্রিনে একটা হাফ ট্রান্সপারেন্ট প্যাড ওপেন হবে এবং সাথে কিবোর্ড টিও। যেটি দ্রুত আপনার যেকোনো নোটস সেভ করতে, কপি করতে সাহায্য করবে।
কিন্তু একটা প্রশ্ন সবার মাথায় থেকেই যাচ্ছে আর তা হলো এখানে স্পেশাল জিনিসটা কি?!
## এখানে স্পেশাল জিনিসটা হলো, কোনো কিছু নোট করা শেষ হলে যদি ভুলবশত সেভ করতে ভুলেও যান। কিংবা হাত থেকে ফোন পড়ে গিয়ে বন্ধও হয়ে যায় তবুও আপনার নোট সুরক্ষিত থাকবে।
## এর অটো সেভ ফিচারটি এখানে কাজ করবে। যেটা সেভ করতে শুধু কয়েক মিলিসেকেন্ড সময় নেয়।
## আর আপনি যদি সেটিংস থেকে ক্লাউড একাউন্ট যোগ করে নেন + নোট করার সময় যদি ডাটা/ওয়াইফাই অন থাকে। তাহলে হাত থেকে ফোন চুরমার হয়ে গেলেও নতুন বা অন্য কোনো ফোনে এপসটি পুনরায় ইনস্টল করে সব নোটস ডাটা ফেরত পেতে পারেন।
বিঃদ্রঃ আমার দেওয়া রিভিও স্টাইল দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমি এভাবেই রিভিও লিখি। তাছাড়াও এই এপ সম্বন্ধে লেখার কিছু নেই, শুধু ফিচারগুলো বলে দিলেই পারতাম। কিন্তু তবুও ফাকা ফাকা লাগবে দেখে একটু নতুনভাবে উপস্থাপন করে দিলাম।
Screenshot
Download
প্লেস্টোর লিংকঃ
pCloud Download Link
############################################
ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য।
??❤????⏰???⚽?⚾????✈??????????????????
## by Riadrox
যোগাযোগঃ
ই-মেইলঃ riadrox@gmail.com
Facebook:Riadrox