Site icon Trickbd.com

GIF তৈরি করার দারুন একটি অ্যাপ GIFShop, সাথে প্রো ভার্সন

আসসালামু-আলাইকুম, সবাই কেমন আছেন,

 

নিচে একটু লক্ষ করুন তো।

কি দেখতে পাচ্ছেন, একটি ফটো চলমান রয়েছে। বিষয় টা কিন্তু খুব মজার। উপরোক্ত ফটো টি হলো GIF ফরমেটের। GIF এর পূর্ণ রুপ হলো Graphics Interchange Format, আর এটা ডেভলপ করা হয়েছে 1987 সালের 15 জুন তারিখে। এটা নিয়ে আপনারা উইকি মামার কাছে বিস্তারিত জানতে পারবেন। আর আজকে আমার পোস্ট এর বিষয় কিভাবে এনড্রয়েড দিয়ে এই gif ইমেজ তৈরি করবেন, তার জন্য একটি এপ রিভিউ।

এটা তৈরি করার জন্য আমি একটি জনপ্রিয় এপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো আর দেরি কেন, চলুন শুরু করি।
অ্যাপ টির নাম Gifshop প্লেস্টরে এর ফ্রি আর প্রিমিয়াম দুটোই আছে। সাইজ প্রায় ১২ এমবির মতো। এই পোস্ট এ আমি আপনাদের ফ্রি অ্যাপ ও প্রিমিয়াম অ্যাপ টির ফ্রি ডাউনলোড লিংক দিয়ে দেব।

এবার আাুন সুবিধা গুলো দেখে নেই।

এপটি এপেন করার সাথে সাথে আপনি নিচের মতো দেখতে পাবেন।

এবার আমি Video to gif থেকে একটি ভিডিও সিলেক্ট করলাম। এবং প্রয়োজন মতো কেটে নিলাম।

এবার নিচের টুল গুলো দিয়ে কিছু কাজ করলাম যেমন

এছারাও আরো অপসন আছে, যেগুলো আপনি ডাউনলোড করেই দেখতে পারেন।

এবার ডাউনলোড করুন ফ্রি  ভার্সন এর ডাউনলোড লিঙ্ক এবং প্রিমিয়াম ভার্সনের ডাউনলোড লিঙ্ক।

বিভিন্ন প্রকারের কোড পেতে ফানকোড ভিজিট করুন এবং আমার ব্লগার সাইট এর ব্লগ গুলো দেখতে এখানে ভিজিট করুন।

এই পোস্ট এখানেই শেষ করছি। আসা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ ।