Site icon Trickbd.com

হ্যাকার হতে চান? খুব সহজেই আপনার ছদ্যভেসী নামের কোড নেম বানান। মাত্র ৩৫৬ কেবির এয়াপ দিয়ে।

Unnamed

হ্যালো ফ্রেন্ডস,আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন।
আসা করি ভালো আছেন।
তো প্রথমে পরিচিতো হই,,,
আমি ট্রিকবিডিতে নতুন আর এইটাই আমার প্রথম পোস্ট। জানিনা কেমন হবে।
–আমি (Not Found 404!)
–আমি কোনো টেকনোলোজি এক্সপারট না। তবে হ্যাকিং ভালোবাসি।,,
.
আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই পোস্টে কোনো ভুল পাইলে নিজ গুনে ক্ষমা করে দিবেন। অনুরধ রইলো ভুল গুলো ধরে দেওয়ার জন্য।

তো চলুন শুরু করি,

আজকের এই পোস্ট হবে Encoding & Decoding নিয়ে। মানে বিস্তারিত না, শুধু একটা এয়াপ এর সাথে পরিচয় করিয়ে দিব। এই এয়াপ দিয়ে আপনি আপনার নামের Code name বানাতে পারবেন। ( হ্যাকার হতে হলে প্রয়োজন।) কারণ একজন হ্যাকার অনলাইনে তার পরিচয় গোপন রাখে, আর তার নাম হিসেবে ছদ্যভেসী নাম ব্যাবহার করে। থাক অদিকে আর যাব না। শুধু তাইনা আপনি বড় বড় এনকোডেড কোড কে ডেকোড করতে পারবেন খুব সহজেই
অবশ্যই যাদের জানা নেই তাদের জন্য এই সংক্ষিপ্ত পোস্ট!

Encoding:- এনকোডিং হলো ডিকোডিং এর বিপরীত। কোনো শব্দ বা বাক্যের সাধারন রুপ কে যেকনো সাংকেতিক চিন্হ, অক্ষর, সংখ্যা, প্রতিক ক্রম করে ডিজিটাল ফরমেটে রুপ দিয়ে প্রকাশ করাকে এনকোডিং বলে।

Decoding:- ডিকোডিং এনকোডিং এর বিপরীত। ডিজিটাল ফরমেটের কোনো বাক্য বা শব্দ কে সাধারন ফরমেটে প্রকাশ করা কে ডিকোডিং বলে।

যেমন নিচে লক্ষ করেন আমি আকটা শব্দ লিখব।
Not found লিখলাম, এবার এটাকে simple এনকোড করব। তাহোলে ফলাফল দারায় N07 f0und.
এখানে
Encoded word ” N07 f0und
Decoded word “Not found
আসা করছি বিষয় টা বুঝতে পেরেছেন।

এখন কথা হলো আমরা যদি এই কাজ টা একটি ছোটো এয়াপ এর সাহায্যে করি তাহলে কেমন হয়, নিশ্চই ভালো হয়।
(আমার কাছে ভালো লাগে জন্য ভাল বললাম, আপনার কাছে কেমন লাগবে সেটা আমার জানা নাই)

এবার নিচে থেকে এয়াপটা ডাউনলোড করে নিন। (ডাউনলোড লিন্ক কাজ না করলে কমেন্টে জানাবেন)

Click here To Download

ডাউনলোড করার পোর এয়াপ টা open করেন এবার নিচের screen shot follow করেন।
1st box এ input Decoded word.
2nd box এ encode output হবে।



Follow the screen shot

ওহ আরেকটা কথা বলতে ভুলে গেছি এয়াপ এ ঢুকতে ডাটা কানেকসন অন রাখতে হবে।

[ আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু সম্ভব আমি বোঝানোর চেস্টা করেছি। মূলত আমি এয়াপ টা শেয়ারের জন্য পোস্ট টা করেছি কিন্তু অনেক কিছুই আবল তাবল বলে ফেললাম। ট্রিকবিডিতে অনেক বড় বড় প্রগ্রামার আছেন। আমার পোস্টে ভুল থাকলে অবশ্যই ক্ষমার চখে দেখবেন। আর পোস্ট কেমন হয়েছে জানাবেন, ভালো না হলে গালি দিবেন না আসা করি।]

ধন্যবাদ।