Site icon Trickbd.com

এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি ফটো ইডিটর এপ।এপটির নাম photo studio pro ।প্লে স্টোরে এর দাম ৭০০ টাকা।এখনি ফ্রিতে ডাউনলোড করে নিন।

Unnamed

——–
আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন?
আশা করি ভালই আছেন।
আমিও ভাল আছি।
আসলে ট্রিক বিডিতে যারা আসে তারা সবাই ভালই থাকে।
কারণ ট্রিক বিডি ত সর্বদা নতুন নতুন কোনো না কোনো উপহার দিয়েই যাচ্ছে।তাছাড়া সাপোর্ট টিম এবং কিছু কন্ট্রিবিউটর ভাইদের জন্য আমার ভুল গুলা শুদ্রানোর সুযোগ পাচ্ছি।আশা করি আপনারা সবসময় আমাকে এভাবেই সাহায্য করবেন।
যাই হোক…
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি ফটো ইডিটর এপ।আপনি এই সফটওয়্যারটি দিয়ে অফলাইনে ফটো ইডিট করতে পারবেন।
প্লে স্টোরে দাম ৭০০ টাকা।এখনি ফ্রিতে ডাউনলোড করে নিন।
এখন বলতে পারেন ভাই এই এপ কি আমাদের মোবাইলে সাপোর্ট দিবে?
তাও আবার ৭০০ টাকা দামের এপ।
হ্যা,ভাই ললিপপ থেকে শুরু করে উপরের সব ভার্সনেই সাপোর্ট করবে।
তবে ললিপপ ভার্সনের নিচের ভার্সন গুলার কথা শিউর হয়ে বলতে পারছি না।আমি এপটি অনেক দিন ধরেই ব্যবহার করছি।আপনারাই দেখেনিন এই এপে কি কি ফিচার আছে?
এপটি বলতে গেলে pics art এর বিকল্প।
আমার মোবাইলে pics art support করে না।
তাই আমি এই এপটি ব্যবহার করি।
app name:photo studio pro
app size:47 এমবি
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
নিচের স্ক্রিনশটে এপের দাম ও রেটিং টা দেখে নিন।


এপের কিছু স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি।
এপটি ওপেন করার পর কত গুলা অপশন আসবে।
কিন্তু আমি এখান থেকে একটা দিয়েও পিক ইডিট করব না।
উপরে দেখুন গ্যালারির মত দেখা যাচ্ছে।
আমি ঐখানে ক্লিক করে আমার নিজের পছন্দ মত একটা পিক সিলেক্ট করলাম।

এই দেখুন।

প্রত্যেকটা স্ক্রিনশটের মধ্যে নিচে তাকিয়ে দেখুন অনেক ফিচার আছে।




এখানে আপনি অনেক ফিচার পাবেন।
আবার কিছু কিছু ডাউনলোড করতেও পারেন।



আপনি চাইলে পিকের সাইজ বাড়াতেও পারেন,আবার কমাতেও পারেন।

দেখুন আমার ইডিট করা দুই একটা পিক।



——-
ট্রিক বিডিতে এটা আমার প্রথম এপ রিভিউ পোস্ট।
আগে শুধু গেম নিয়ে পোস্ট করেছিলাম।
আমি জানি না,আমার এই এপ রিভিউটা কেমন হয়েছে।
আর আমি ভাল করে ইডিট করতেও জানি না।
আপনি যদি একজন ভাল ইডিটর হোন।
তাহলে আমি বলব pics art ছাড়াও এটা বেস্ট।
আপনি আমার থেকে অনেক ভাল ইডিট করতে পারবেন।
—–
যদি পোস্টে কোনো কিছু ভূল হয়,তাহলে আমার ভূলটা শুদ্রিয়ে দিবেন প্লিজ।
ধন্যবাদ।
——
ফেইসবুকে আমি
Exit mobile version