শুভ শীতের সকাল
সবাইকে শুভেচ্ছা এবং সালাম দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের পোস্ট।
টাইটেল দেখে হয়তো মূল বক্তব্য বুঝে গিয়েছেন। তার পরেও আরেকটু বলি।
যেহেতু এটা মোড করা অ্যাপস। তাই রিস্ক নিজে নিয়ে চালাবেন। ডিভাইজের কোনো ক্ষতি হবে না কিন্তু তার পরেও সেফটি রাখা অবশ্যই প্রয়োজন।
তাহলে দেখুন কি কি আছেঃ
এর সর্ব প্রথম ভালো লাগার মত ফিচার আমার কাছে মনে হয়েছে যেকোনো ভিডিও বা ইমেজ কোনো ঝামেলা ছাড়াই আপনার স্টোরেজে সেভ করতে পারবেন।
এর পর ভিন্ন ভিন্ন কালার ইউজ করতে পারবেন। কালার কাস্টোমাইজেশন করতে পারবেন
(বিঃদ্রঃ কালা চেঞ্জ শুধু মাত্র “GBInstagram” এর জন্য)
সমস্যা হলো যেটা,
আমি “OGInstragm” কাউকে মেসেজ করতে পারিনি। মেসেজিং অপশনে গেলেই বলবে আপনার নেটওয়ার্ক নেই। অথচ আমার ওয়াইফাই সর্বসময় অন। বাই দ্য ওয়ে। আপনি “GBInstagram“এ এই সমস্যা পাবেন না।
তাহলে আপনি নির্বাচন করুণ কোনটা ইউজ করবেন আর কোনটা করবেন না।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
আজকের মত বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে। সাথেই থাকুন।