আসসালামু আলাইকুম,
আজ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম App Cache Cleaner অ্যাপ এর পেইড ভার্সন একদম ফ্রিতে।
চলুন কিছু দেখে নেয়া যাক অ্যাপ টার বিশেষ সুবিধা কি কি।
এটা একটা পেইড এ্যাপ কিন্ত প্লেস্টোর এ আপনি এখন পাবেন না। আমরা যারা High quality এর অ্যাপস বা গেমস খেলি তখন প্রায়ই সময় ফোন স্লো হয়ে যায়। যার একমাত্র কারন ঐ গেমস এর অকেজো Cache ফাইল। এ সময় যদি কেউ ফোন কল বা ইমো কল করে তাহলে ফোন হ্যাং করে। কিন্ত এই অ্যাপ টা ব্যবহার করলে আপনি এই ঝামেলার থেকে মুক্তি পাবেন।
আপনার ফোনে কখন কত MB অকেজো Cache ফাইল আছে দেখতে পারবেন আবার ক্লিন ও করতে পারবেন খুব সহজে এতে অন্য কোনো অ্যাপ বা গেমস এর ক্ষতি হবেনা।
আমার ব্যবহার করা আরো অনেক ক্লিনার অ্যাপ আছে যেটা জাংক ফাইল ক্লিন করলে মেমোরি এবং ফোনের সকল অ্যাপ ডিলেট ও আনইনিস্টাল হয়ে যায় কিন্ত এ অ্যাপটায় এরকম কোনো অপশন নাই।
এছাড়া আপনি এই অ্যাপ দিয়ে নিদৃষ্ট সময় পর পর অটোমেটিক ক্লিন করার জন্য অপশন পাবেন।
Widgets সিস্টেম থাকায় আপনি এক ক্লিকে সহজে সকল Cache ক্লিন করে ফেলতে পারবেন। এর জন্য আপনার অ্যাপটির ভিতর ঢুকতে হবেনা।
এক কথায় এ অ্যাপটা ব্যাবহার করলে আপনার RAM সবসময় পরিষ্কার পরিছন্ন থাকবে। গেমস খেলার সময় হ্যাং করার হাত থেকে বেচে যাবেন।
অনেক কথা বললাম। এবার চলুন দেখা নেওয়া যাক আপনি অ্যাপটা কিভাবে ব্যবহার করবেন।
প্রথমে গুগল ড্রাইভ থেকে অ্যাপ টা ডাউনলোড করুন মাএ 2.68 MB। ছোট একটা অ্যাপ।
এখান থেকে ডাউনলোড করুন
ডাউনলোড সম্পন্ন হলে ইনিস্টাল করুন।এবার মোবাইল থেকে App Cache Cleaner pro আইকন এর অ্যাপটা ওপেন করুন।
লাইসেন্স Agree চাইবে, Agree করুন
আপনি দেখতে পাবেন কোন অ্যাপ আপনার ফোনের RAM এ কত MB বা KB দখল করে আছে।
নিচেলেখা Clear লেখায় টাপ করলে সকল Cache ক্লিয়ার হয়ে যাবে।
আপনি চায়লে আপনার ইন্টারন্যাল মেমোরির ফোল্ডার গুলার ভিতর Cache আছে কিনা চেক করতে ও ডিলেট করতে পারবেন। তারজন্য আপনাকে Residual files এ টাপ করতে হবে। আপনি দেখতে পাবেন ফোনের ফোল্ডার ক্যাস চায়লে নিচে লেখা ডিলেট অপশনে টাপ করে সব ডিলেট করে দিতে পারবেন।
আপনি যদি চান নিদৃষ্ট সময় পর পর অটোমেটিক ক্লিন করতে তাহলে আপনাকে কষ্ট করে অ্যাপ টার সেটিং এ প্রবেশ করতে হবে।
তারপর Auto clear interval থেকে নিদৃষ্ট সময় সেট করে দিয়ে বের হয়ে যান।
আপনি চায়লে অ্যাপটার Widget ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনাকে মোবাইল এর হোম বাটন প্রেস করতে হবে। এবার ফাকা স্কিনে টাপ করে ধরে রাখুন
একটু খুজলে পেয়ে যাবেন app cache clanr widget। ওটায় টাপ করে ধরে রাখুন এবার টিক চিহ্নটা দিন এবং ok চাপুন ব্যাস কাজ শেষ।
এবার আপনি widget এ দেখতে পাবেন কত KB বা MB ক্যাস ফাইল আছে। MB সাইজ বাড়লে widgets এর রং লাল হতে থাকবে। ফলে সহজে বুঝতে পারবেন ফোন স্লোর কারন। আপনি widget এ টাপ করলে অনটাপে সকল ক্যাস নিমিষে ক্লিন ও ফোন সুপারফাস্ট হয়ে যাবে।
কোনো প্রকার সমস্যা হলে ফেসবুকে যোগাযোগ করুন।
ফেসবুকে আমি