Site icon Trickbd.com

অসাধারন একটা Age calculator pro অ্যাপ সাথে অনেক দরকারি ফিচার। পরিচিত অ্যাপ বলে এড়িয়ে যাবেননা

Unnamed

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা
জানিয়ে আজকের টিউন শুরু করছি।
আশা করি সকলেই অনেক ভাল
অাছেন।
আজকে আপনাদের সাথে।পরিচিত কিন্তু কাজের একটি অ্যাপ নিয়ে টিউন করব। প্রায়শই আমাদের বয়স হিসাব করতে হয়। Android এর জন্য বয়স হিসাব করার অনেক অ্যাপ থাকলেও তাদের চেয়ে এই অ্যাপটি ব্যতিক্রম। কারন এটা একটি পেইড অ্যাপ। এটি দিয়ে বছর,মাস,দিন,ঘন্টা,সেকেন্ডও হিসাব করা যাবে।এছাড়াও আপনি পরবর্তী কতদিন পর আপনার শুভ জন্মদিন সেটা দেখতে পাবেন। সেই সাথে আগামি ১০ বছর কত তারিখ জন্মদিন হবে এবং সেদিন কি বার হবে সেটাও দেখতে পাবেন।

আপনি চাইলে পরিবার বা বন্ধুদের জন্মতারিখ,বিবাহ বার্ষিকি বা নিদৃষ্ট কোনো ইভেন্ট তারিখ Add করে রাখতে পারবেন। এবং যেকোনো সময় দেখে নিতে পারবেন তাদের বয়স এবং জন্মদিন,বিবাহ বার্ষিকি কতদিন পর। ফলে মিস হবেনা কাউকে উইস করা নিদৃষ্ট সময়ে।

অ্যাপটিতে আপনি Date to Date ক্যালকুলেট করার জন্য অপশন পাবেন। যেটা দিয়ে নিদৃষ্ঠ তারিখ কত দিন পর সেটা বের করতে পারবেন।

এছাড়াও থাকছে working day’s between two dates অপশন। যার সাহায্যে আপনি মাসে কতদিন অফিস করলেন আর কতদিন ঘরে বসে থাকলেন সেটা হিসাব করতে পারবেন।

আপনি অ্যাপটিতে আরো পাচ্ছেন লিপিয়ার বছর দেখার সুযোগ। আপনার কাঙ্খিত বছরটি লিপিয়ার কিনা সেটা ও চেক করতে পারবেন।

আরো থাকছে Weekday calculator যে অপশন টার মাধ্যমে আপনি নিদৃষ্ট তারিখ ঐ বছর এর কততম দিন সেটা দেখতে পারবেন।
এক কথায় অসাধারন একটা অ্যাপ।
অনেক কথা বলে ফেললাম। এবার চলুন কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করি।
প্রথমে 2.10 MB সাইজের Age Calculator pro.apk অ্যাপটা ডাউনলোড করুন। লিংক গুগল ড্রাইব।
এখান থেকে ডাউনলোড করুন
ডাউনলোড সম্পন্ন হলে অ্যাপটা ইনিস্টাল করুন। এবার অ্যাপ গ্যালারি থেকে Age Calculator আইকনে টাপ করুন।

এরকম একটা নোটিফিকেশন দেখতে পাবেন। Got it thanks লেখায় টাপ করুন।

আপনি যদি বয়স হিসাব করতে চান তাহলে Age Calculator অপশন এ টাপ করতে হবে


এবার প্রথম বক্সে আপনার জন্মতারিখ লিখুন দ্বিতীয় বক্সে কারেন্ট তারিখ থাকবে। আপনি চাইলে তারিখ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন।

সঠিক তারিখ বসানোর পর Calculat লেখায় টাপ করুন নিচের দিকে সকল ফলাফল প্রদর্শিত হবে।

আপনি পরিবার বা বন্ধুদের জন্মতারিখ ও বিবাহ বার্ষিকি বা বিশেষ তারিখ Add করতে চাইলে এখান থেকে ডাইনদিক স্লাইড করতে হবে।এর পর Add family and friends অপশন এ টাপ করতে হবে।

.

.

নিচে লেখা Event/occasion name এর যায়গা ইচ্ছা মতো পরিবর্তন করে নিতে পারবেন। তার পর সেভ লেখায় টাপ করুন।
পরিবার বা বন্ধুদের জন্মদিন,বিবাহবার্ষিকী বা নিদৃষ্ট তারিখ আর কতদিন পর সেটা দেখতে View Family and friends অপশন টায় প্রবেশ করুন।

এখানে আপনি ডিসপ্লে নাম নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন।

এখন আপনি Add হয়ে থাকা কোনো ব্যক্তি বা ইভেন্ট ডেট কিনা সেটা দেখতে Today’s birthdays অপশনে যেতে পারেন।

Date to date calculator অপশন টার মাধ্যমে আপনি কোন কাজ বা ঘটনার শুরু এবং শেষের তারিখ সিলেক্ট করে ক্যালকুলেট লেখায় টাপ করুন। নিচে দেখতে পাবেন ঐ কাজটি কতদিন, কত মাস,কত সপ্তাহ পর্যন্ত চলছিলো।নিচের দিকে নামলে নিদৃষ্ট ঐ সময় এর সকল হিসাব পেয়ে যাবেন ঘন্টা,মিনিট,সেকেন্ড পর্যন্ত।

Working days between two day’s অপশন টায় টাপ করে আপনি মাসে বা বছরে কতদিন অফিস ও ঘরে বসে কাটিয়েছেন সেটা হিসাব করতে পারবেন।

.

Add or subtract From a date আপনারা এই অপশনটার মাধ্যমে আপনি নিদৃষ্ট তারিখের সাথে বছর,মাস,সপ্তাহ,দিন,ঘন্টা,মিনিট, সেকেন্ড যোগ বা বিয়োগ করে দেখতে পারবেন সেটা কোন সালের কত তারিখ হয়!


আপনারা সকলে যানেন ৪ বছর পর পর লিপিয়ার সাল গণনা করা হয় অর্থাত ফেব্রুয়ারি মাস ২৯শে এবং বছর ৩৬৬ দিনে শেষ হয়।আপনারা অ্যাপটার Leap year অপশন এ গিয়ে ইচ্ছামতো সাল লিখে দেখতে পারবেন নিচের রেজাল্ট এ সেটা লিপিয়ার সাল কি না।

Weekday calculator অ্যাপটার এই অপশন আমার সবচেয়ে ভালো লেগেছে। এটার সাহায্যে আপনি নিদৃষ্ট তারিখে সিলেক্ট করে, সেটা ঐ বছর এর কততম দিন তা দেখতে পারবেন

অ্যাপটার সেটিং চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন।

বিঃদ্রঃ ট্রিকবিডিতে বয়স হিসাব করার অনেক অ্যাপ এর পোস্ট আছে। কিন্ত Age calculator pro এই অ্যাপটা নিয়ে আমিই প্রথম টিউন করছি তাই সকল এর কাছে অনুরোধ কপি করলে ক্রেডিট দিবেন।
অ্যাপটার আরো অনেক ফিচার আছে যা ব্যাবহার করলেই বুঝতে পারবেন। কারো যদি বুঝতে অসুবিধা হয় এবং পোস্টটা যদি বিন্দু মাএ ভালো লেগেথাকে তাহলে অবস্যই কমেন্ট এ যানাবেন।
যেকোনো প্রয়োজন এ ফেসবুকে আমি