Site icon Trickbd.com

[Mega Post][Apps Review] চলুন প্রোগ্রামিং শেখার আগে একদম নতুনভাবে এবং সহজ উপায়ো Programming (প্রোগ্রামিং) এর বেসিক (Basic) শিখি + সার্টিফিকেট অর্জন করি।

Unnamed

আসসালামু আলাইকুম!য়

আপনারা অনেকেই হয়ত প্রোগ্রামিং নিয়ে একটু বেশি কৌতুহলী। কিন্তু কিভাবে কোথায় থেকে শেখা শুরু করবেন তা জানেন না। কাউকে জিজ্ঞাসা করলে, কেউ হয়ত সি (C Programming) দিয়ে শুরু করতে বলবে, কেউ হয়ত জাভা (Java) দিয়ে শুরু করার কথা বলবে, আবার কেউ বলবে পাইথন (Qpython) ইজি ঐটা দিয়ে শুরু করুন।

## কিন্তু প্রোগ্রামিং এর যে বেসিক অংশ (Basic) এইটা শিখার কথা কেউ বলেন না। তাই অধিকাংশ নিউকামার প্রোগ্রামেরা হয় অর্ধেকে গিয়ে আটকে পড়ে, নয়ত শেষের দিকে গিয়ে প্রথমে শেখা জিনিস ভুলে যায়।

## তাই আমাদের প্রথমে শেখা উচিত প্রোগ্রামিং বেসিক (Basic) – যেটা যেকোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখার সময় কাজে দিবে এবং বেশ ভালোভাবেই কাজে দিবে। ✌

## আর আজ আপনাদের মাঝে এমন একটি এপস এর কথা বলব যেটা দিয়ে আপনারা খুব সহজভাবেই প্রোগ্রামিং বেসিক গুলো কয়েকদিনের ভিতরই শিখে ফেলতে পারবেন।

## এই এপটির নতুনত্ব হলো এখানে সর্বপ্রথম আপনাকে একটি মিনি গেইম খেলতে দেওয়া হবে এবং এই মিনি গেম তৈরি করতে ঠিক কি কি প্রোগ্রামিং ইউস করা হয়েছে তা ধাপে ধাপে ব্যাখ্যা করা হবে।

## আমার পার্সোনালি এই এপটি অনেক পছন্দ হয়েছে। যাদের প্রোগ্রামিং সম্পর্কে নূন্যতম জ্ঞান টুকুও নেই, তারাও চাইলে এই এপ দিয়ে প্রোগ্রামিং ক্যারিয়ার শুরু করতে পারবেন।

## কোর্সের একদম শেষে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এটি আপনি চাইলে ডাউনলোড করে সুরক্ষিত স্থানে রাখতে পারেন। চইলে প্রিন্ট করেও নিতে পারেন। আপনারা কখনই অন্তত অনলাইন সার্টিফিকেটকে Underestimate করবেন না। সবকিছুরই মূল্য আছে এটা মনে রাখবেন।

কিছু স্ক্রিনশট দেখে নিনঃ

ডাউনলোড লিংকঃ

প্লেস্টোর লিংকঃ

আমার আপ দেওয়া লিংকঃ (ফর সাপোর্ট মি ?)

আমার রেফার যদি হতে চানঃ

## আমার ইমেইলঃ riadrox @ gmail.com

রেফারের সুবিধাঃ কোর্সগুলো আরও দীর্ঘ এবং এক্সট্রা ডিটেইলস পাবেন।

??❤????⏰???⚽?⚾????✈??????????????????

## by Riadrox

যোগাযোগঃ

ই-মেইলঃ riadrox@gmail.com

Facebook:Riadrox