আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন? আর ভালো থাকবেনাই বা কেন? ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে।
বড় দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে….
Adobe Photoshop এর নাম শুনেন নি এমন ব্যাক্তি খুব বিরল।
যারা এডিটর, ফুটগ্রাফার, ওয়েডিং ডিজাইনার
কিংবা ফোটোশপ স্টুডিও তে কাজ করেন তাদের জিবনে এটি একটি নিত্য প্রয়োজনীয় ব্যাপার।
সাধারণত তারা এই এডোবি ফোটোশপ ব্যবহার করেন PC তে কিংবা ল্যাপটপে।
আজ আমি এর ব্যাতিক্রম ভাবে আপনার নিজের ফোনে এই এডোবি ফোটোশপ ডাউনলোড করে দেখিয়ে দিবো।
তাছাড়া তাদের এই এডোবি ফোটোশপের ব্যাপারে কিছু ধারনা দিবো এবং কিভাবে শুরু হলো এই ফোটোশপের যাত্রা।
Android ফোনে এটি ব্যাবহার করে আপনার নিত্য প্রয়োননিয় এডিটিং কাজ সম্পুর্ন করতে পারবেন খুব সহজে।
চলুন দেখে নেই এক নজরে এই ফোটোশপের যাত্রা শুরু হলো কিভাবে? তারপর ডাউনলোড Link তো আছেই।
সাধারণ ধারণাঃ Adobe Photoshop একটি গ্রাফিক্স সম্পাদনাকারীর।
সাধারণ ভাবে সফটওয়্যারটিকে শুধুমাত্র ফটোশপ নামেই ডাকা হয়।
এই সফটওয়্যারটি তৈরি করেছে Adobe। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যার এটি।
বর্তমানে এই সফটওয়্যারটি ম্যাক(Mac) ওএস(OS) এবং উইন্ডোজ(Windows) অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যায়।
এই সফটওয়্যারটির ১৩ তম সংস্করণ(ফটোশপ সিএস ৬) প্রকাশিত হয়েছে।
থমাস নল (Thomas Knoll) এবং জন নল (John Knoll) নামের দুই ভাই ১৯৮৭ সালে ফটোশপ তৈরির কাজ আরম্ভ করেন।
উপলব্ধ ভাষা সুমহঃ
এটি পৃথীবির 26 টি ভাষায় উপলব্ধ। নতুন আপডেটে আরো ভাষা সংযুক্ত করার চিন্তা ভাবনা রয়েছে।
ভাষাসমূহের তালিকাঃ
1)English United States
2)English United Kingdom
3)Arabic
4)Chinese Simplified
5)Chinese Traditional
8)Danish
9)Dutch
10)Finnish
11)French
12)German
13)Hebrew
14)Hungarian
15)Italian
16)Japanese
17)Korean
18)Norwegian
19)Polish
20)Portuguese
21)Russian
22)Spanish
23)Swedish
24)Romanian
25)Turkish
26)Ukrainian
Photoshop এর উৎপত্তিঃসময়টা ১৯৮৭ সাল।
তখন থমাস নল একজন পিএইচডি এর ছাত্র।
তিনি Macintosh Plus এর জন্য একটি গ্রাফিক এপ্লিকেশন ডেভলপ করেন।এই এপ্লিকেশনটি এক কালারের পর্দায় সাদা-কালো ছবি শো করতে ব্যবহার হত। নল এটির নাম দিয়েছিলেন Display।
মূলত এই display এপ্লিকেশনটিকে Father of photoshop বলা যায়।
জন নল, ফটোশপের সহ উদ্ভাবক
থমাস নল এর ভাই জন নল প্রোগ্রামটি দেখলেন। জন নল ফটোর প্রতি অতিমাত্রায় আগ্রহী ছিলেন। জন তার ভাই থমাস কে একটি ফটো এডিটিং প্রোগ্রাম বানানোর জন্য রাজি করালেন।
তখন থমাস নল তার চলমান শিক্ষা জীবন থেকে ৬ মাসের বিরতি নিয়ে তৈরি করেন ফটো এডিটিং প্রোগ্রাম যেটির নাম দিতে চেয়েছিলেন Image pro.
কিন্তু কপিরাইট সংক্রান্ত জটিলতার কারনে সে নামের বদলে আমরা পেয়ে যাই ফটোশপের প্রথম ভার্সন ফটোশপ ০.৭।(আল হামদুল্লিলাহ)
১৯৮৮ সালে এডোবি ফটোশপ প্রগ্রামটি ক্রয় করে বাজারজাত করতে রাজি হয়।
প্রথম কাজঃ
প্রাথমিক ভাবে ফটোশপ তৈরি হয়েছিল কেবলমাত্র ছাপার কাজে ব্যবহার করা হবে এমন ছসম্পাদনা করার জন্য। কিন্তু বিস্তারের সাথে সাথে ফটোশপ ব্যাপকভাবে ইন্টারনেটের ছবি সম্পাদনা করার কাজে ব্যবহৃত হচ্ছে ।
ফটোশপের একটি সহকারী সফটওয়্যার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে যাতে ইন্টারনেট সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা আছে।
ফটোশপের ছবি আঁকার তুলিগুলি এত উচ্চমানের যে বহু শিল্পী ডিজিটাল পেনের (একরকম পেন যার সাহায্যে কম্পিউটারে ছবি আঁকা সম্ভব, একে পেন ট্যাবলেট বলে) সাহায্যে ফটোশপে ছবি আঁকেন।
ফটোশপের সঙ্গে অন্যান্য অ্যাডোবি সফটওয়্যার গুলির খুবই শক্তিশালী সম্পর্ক রয়েছে। ফটোশপের সাধারণ ফরম্যাট পিএসডি কোন অসুবিধা ছাড়াই যেকোনো Format এ রুপান্তর করা যায়।্যাডোবি ইলস
ফটোশপের সংস্করন ফটোশপ সিএস৩ থেকে ‘অ্যাডোবি ক্যামেরা র’ বলে একটি প্লাগ ইন দেওয়া হয়েছে। যার মাধ্যমে বিভিন্ন ডিজিটাল(DSLR) ক্যামেরার র (Raw) ফাইল ফরম্যাট সহজেই ফটোশপে নেওয়া যাবে।
দীর্ঘ আলোচনা শেষে আসে Download Link গুলো, ডাউনলোড সেকশনে আপনি সকল ডিভাইসের ডাউনলোড লিং পাবেন।
প্রথম লিং টি এন্ড্রোয়েড ভার্শন
২য় লিং টি Apple ভার্শন
৩য় লিং টি PC ভার্শন ধাপ অনুযায়ী ডাউনলোড করলে সমস্যা হবে না, পরবর্তী পোস্টে দেখাবো কি ভাবে এডিট করবেন এবং নতুন প্রোজেক্ট খুলে Image Export করবেন
1) Download For Android
2) Download For Apple
3) Download For PC
ধন্যবাদ আশা করি পোস্ট টি সবার ভালো লেগেছে, যদি ভালো লাগে কমেন্ট করুন।যদি এডেটিং টিউটোরিয়াল প্রয়োজন হয় তবে অব্যশই কমেন্ট করুন।