Site icon Trickbd.com

কম্পিউটার অপারেটিং সিস্টেম এর শর্টকাট কী (key)খুঁজুন সহজেই । UBUNTU /IOS/UNIX/LINUX(এন্ড্রয়েড এপস )

Unnamed


আমরা বিভিন্নভাবে কম্পিউটার এ বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি,এখন বেশিরভাগ মানুষ উইন্ডোজ ৭ এর সাথে পরিচিত। তাই এর বিভিন্ন শর্টকাট কী অথবা সুবিধাগুলো সহজতর ভাষায় বোধগম্য হয়।

তবে তরুন/তরুণী রা অথবা উচ্চতর পর্যায়ের কাজে ব্যবহত অপারেটিং সিস্টেম গুলো একটু ভিন্নভাবে হয়ে থাকে।

সেগুলোর মধ্যেও থাকে বেশ দারুন সব ফিচারগুলো,কিন্তু সেগুলো ভালোভাবে ব্যবহার বা শর্টকাট গুলো অনেকেই পাইনা।তাই এর জন্য সমস্যার সৃষ্টি হয়, তাদের জন্য সহজেই একটি এপস আজকের এই টিউনএ আমি দেখাব, যার মধ্যে বেশ কিছু অপারেটিং সিস্টেম এর শর্টকাট লিষ্ট আছে।
যা আপনাদের সময় বাঁচাতে কিছুটা হলেও
পথ দেখাবে।

এই এপসটি মধ্য ৪টি অপারেটিং সিস্টেম এর শর্টকাট আছে
✔UBUNTU
✔IOS

✔UNIX
✔LINUX

Apps ✔ (Playstoy)(Mediafire)✔downlink
SIZE:- 4.42MB
Link:-
DOWNLOAD
আমারতো লিনাক্স অপারেটিং খুবই ভালো লাগে তবে ব্যবহার করতে ঝামেলায় পড়ে এই এপসটি খুজে পেলাম যা সত্যিই অনেক সহজ করে দেয়। তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম।
______________✔✔✔✔______________


যদিও এটা আমার কম্পিউটার নিয়ে প্রথম টিউন আশাকরি ভালো লেগেছে। যদি ভুল হয়ে থাকে তাহলে ধরিয়ে দিয়েন।
যাতে পরবর্তী তে আর এমনটা না হয়।

ধন্যবাদ। ❤❤❤❤
Exit mobile version