
আ
সালামুয়ালাইকুম।আশাকরি সবাই ভালো আছেন।
এর জন্য আমাদের একটি অ্যাপ্সের প্রয়োজন হবে,নাম My Name In 3D Wallpaper।
App Size-5 mb
তারপর একটা বল দেখতে জিনিস আসবে,উপরে ডান দিক থেকে ২য় অপশন এ ক্লিক করুন।
তারপর অনেকগুলা অপশন আসবে।Text এ ক্লিক করুন।
তারপর একটা বক্স আসবে।ওখানে আপনি যেকোন নাম দিতে পাবেন।আমি TrickBD.com লিখেছি।লিখে ok ক্লিক করুন।
তারপর Select font style এ ক্লিক করবেন।
তারপর আপনার সামনে অনেকগুলা ফন্ট চলে আসবে।আপনি আপনার পছন্দ মত একটা সিলেক্ট করে দিবেন।
–
–
–
–
তারপর Font Colour এ ক্লিক করবেন।
তারপর একটা গোল রঙের সমাহার আসবে।
এখানে আপনি যেকোন এক পাশ থেকে আংগুল দিয়ে টেনে যেকোন রঙ এ দিতে পাবেন।আমার নীল রঙ পছন্দ তাই নীল রঙ এ এনে দিলাম।এবং Set Colour এ ক্লিক করবেন।
তারপর Speed অপশন এ আসেন।এটি নির্দেশ করে কতটুকু গতিতে চলবে।এমনিতে স্পিড ৩ থাকে আমি বারিয়ে ১ বারিয়ে দিলাম।স্পিড বারাতে হলে গোল পয়েন্টারটি ধরে একটু ডান দিকে সরায় দিবেন।
তারপর Font Size অপশন এ আসেন।এটি নির্দেশ করে আপনি আপনার লেখাকে কতটুকু বড় বা ছোট রাখবেন।এমনিতে সাইজ দেওয়া থাকে ৩০।আমি এটি ২ বারাতে চাই।সেই জন্য গোল পয়েন্টারটি ধরে ডান দিকে একটু সরায় দিলেই সাইজ বেরে যাবে।
এরপর Size অপশন এ আসেন।এটি নির্দেশ করে আপনার 3D মডেলটি কতটকু বড় বা ছোট হবে।এমনিতে এর সাইজ দেওয়া থাকে ৪৭।আমি ৩ বারাতে চাই।সেই জন্য গোল পয়েন্টারটি ধরে একটু ডান দিকে সরায় দিলেই বেড়ে যাবে সাইজ।
তারপর Model অপশন এ ক্লিক করুন।
তারপর অনেকগুলা অপশন পাবেন।সেগুলা হলো-Sphere(গোল আকৃতির),Cube(বর্গাকৃতির),Plane(সমান)।আপনাদের যেটি পছন্দ হবে সেটিতে ক্লিক করবেন।আমার Cube ভালো লেগেছে তাই ওটাতে আমি ক্লিক করলাম।
তারপর একদম উপরে Set as live wallpaper অপশন এ ক্লিক করুন।
তারপর Set Wallpaper এ ক্লিক করুন।
তারপর আসল জিনিসটা হবে।ওয়ালপেপারটি সেট হয়ে যাবে আপনার ফোনে।আমার হোমস্ক্রিনটি দেখুন।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য
আর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন সমাধান দেওয়ার চেষ্টা করবো।
Name: | Sayeed |
---|---|
Fb Id: | Contact Me |
Post Credit:Sayeed
😎😎😎
পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন
এতক্ষন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।পোস্টে কোন ভুল থাকলে ছোট ভাইয়ের দৃষ্টিতে মাফ করে দিবেন।।
6 thoughts on "[Hot Post]এখন থেকে নিজের নাম দিয়ে লাইভ ওয়ালপেপার বানিয়ে নিজের ফোনেই সেট করুন[কেউ মিস করবেন না]"