সুপ্রিয়
ট্রিকবিডি টিম, টিউনার ও মেম্বার গন
আশা করি আপনারা সকলে অনেক অনেক
ভালো আছেন।
আজকে আপনারদের মাঝে দারুন একটি অ্যাপ
শেয়ার করতে যাচ্ছি ৯০% মানুষ এটা হয় তো
জানে না।চমৎকার একটা ফিচার যা দেখলে
আপনি ও আপনার বন্ধুবান্ধব পাগল হয়ে যাবে
অ্যাপটা নেয়ার জন্য, তবে আপনি একটু তাদের সাথে মজা করবেন না দেওয়ার জন্য।
কাজ এবং কেমন সব ফিচার।মূলত অ্যাপটার মাধ্যেমে আপনি আপনার মোবাইলের চারপাশে বডারটা লাইটিং করতে পারবেন যা চলাচল করবে দেখতে বেশ ভালো লাগবে।
অ্যাপটা প্লেস্টরে পাওয়া যাবে না,
অ্যাপের নামঃBorder Light Sizeঃ1.4MB
নিচ থেকে ডাউনলোড করে নিন এবং অ্যাপটা ওপেন করুন।
তারপর Active করে নিন।
এখন অ্যাপটা মিনিমাইজ করে দেখুন মজা।
তবে আরো ভালো দেখার জন্য কাস্টমাইজ করুন।
এখন দেখুন নিচের মতো কিছু Settings চলে আসছে,সেখান থেকে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করুন।
যেমনঃCyling Speed, Border Size, Border radius button,Border radius top এছাড়া ও
Notch এবং Background Image ব্যবহার করতে পারবেন।
অ্যাপ ডাউনলোড লিংক
কোথাও কিছু ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এবার যেতে হবে,আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না,পরবর্তী পর্বে নতুন কোন টিউন নিয়ে হাজির হবো।