আজকের রিভিউ অনেক গুরুত্বপূর্ণ এপস নিয়ে। এই একটা এপস দিয়েই অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান / কম্পাইল করতে পারবেন।
যেমনঃ Python, C, C++, C#, Ruby, Kotlin, Groove, Clojure, Rust, Swift, Go, Objective-C. প্রভৃতি।
আর একটা কথা বলে রাখা ভালো যে, Html আর Css ছাড়া আর কিছুই অফলাইনে রান হয়না।
বলতে পারেন একপ্রকার অনলাইন রানার।
এমনকি প্রথমবার ডাটা কানেকশন ছাড়া এপসটা অপেন-ই হবেনা।
এবার তাহলে চলুন কিছু আউটপুট দেখে নেওয়া যাক।
এমন আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। এই এপসটার মধ্যেই।
এবার সংক্ষেপে দেখে নিই কি কি ল্যাঙ্গুয়েজ আছে।
ইনপুট নেওয়ার সময়।
(ইনপুট কি সেটা আশা করি আর বলে দিতে হবেনা।) নিচের দেখানো বাটনটি অন করে দিন।
এরপর এইরকম বক্স আসলে তাতে যেকোন কিছু লিখে Ok দিন। সেটা হতে পারে আপনার নাম। এরপর থেকে আর ইনপুট দিতে হবে না।
এই বক্সে যা লিখবেন ওইটা প্রতিবার ইনপুট হিসেবে শো করবে।
ইনট্রো
সেটিংস
ল্যাঙ্গুয়েজ অবশ্য এতো বেশী নেই।
এপসটাতে সাইন আপ। না করলেও তেমন সমস্যা হবে বলে মনে করিনা।
প্রবলেম সলভিং সেকশন। এইটা আবার তিন ভাগে বিভক্ত। Easy, Medium, Hard.
Easy
Medium
Hard
প্রবলেম সলভিং সেকশন এর নমুনা।
লিডারবোর্ড
এর একটা সাবস্ক্রিপশন ফিচারও আছে। মাসিক এবং বাৎসরিক। এতে আপনি আরো বাড়তি সুবিধা পাবেন।
ধন্যবাদ।
আশা করি ভালো থাকুন।
সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।