Site icon Trickbd.com

প্রয়োজনীয় পোস্ট সুরক্ষিত রাখুন খুব সহজে কেউ দেখতে পারবে না

Unnamed

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভাল আছেন ভাল থাকবেন না কেন Trickbd এর সাথে থাকলে সবাই ভাল থাকে এটা আমরা সবাই জানি

বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি অ্যাপস এর কিছু গোপন রহস্য আপনাদের জানাতে চাই হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না অধিকাংশ লোকেরাই এই বিষয়টি জানেনা আমি তাদেরকেই জানাতে চাই Notes book সম্পর্কে।




আমরা অনেক নোটবুক দেখেছি যেভোলাতে পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করা যায় অনেক নোটবুক এর সুরক্ষিত করা যায় না আমি যে নোটবুক এর কথা বলছি এটি দিয়ে আপনি আপনার পোস্টকে pdf করতে পারবেন পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত রাখতে পারবেন আরো অনেক সুবিধা রয়েছে আপনারা সেটি দেখতে পারবেন প্রথমে অ্যাপস ডাউনলোড করুন।

এটি ডাউনলোড করার পর যে সকল সুবিধা পাবেন তাই এক নজরে দেখে নিন

এই অ্যাপস থেকে যে সুবিধা পাবেন
 ইমেজ এড করা
ইচ্ছামত লেখাকে কালার করা
যে কোনো পোস্টকে Pdf করা।
পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত।
ফিংগার থাকলে ফিঙ্গার দ্বারা সুরক্ষিত।
ইচ্ছামত ফোল্ডার তৈরি করা।
ব্রেকআপ সিস্টেম রয়েছে।
পোস্ট কেটে দিলে ডাস্টবিনে থাকে।
নিচের স্ক্রীনশট গুলা দেখুন

কিভাবে আপনি আপনার যে কোন লেখাকে লক লাগিয়ে রাখবেন আমি দেখাব আজকে বাকি কাজ আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে pdf করতে হয় কিভাবে ফোল্ডারের মধ্যে রাখতে হয় কিভাবে ডাস্টবিন থেকে কেটে দেওয়া পোস্ট আবার ফিরিয়ে আনতে হয় শেষে আমরা নিজেরাই করতে পারবেন


আমি দেখাবো কিভাবে আপনি পায়েলকে লক করবেন সেটি
প্রথমে লক অপশন টি অন করুন তার জন্য ক্লিক করুন প্রথমে

তারপর দেখুন সেটিং এর মতন একটি অপশন রয়েছে ক্লিক করুন

এখন আপনাকে Lock notes অপশন এ ক্লিক করুন

তারপর পাসওয়ার্ড প্যাটার্ন অথবা ফিংগার অন করার জন্য বলবে যেহেতু আমার মোবাইলে ফিঙ্গার সিস্টেম তাই ফিঙ্গার দেখাচ্ছে আপনার পাসওয়ার্ড দেখাবে অন করার জন্য ক্লিক করুন

এখন 4 ডিজিট অথবা তার বেশি পাসওয়ার্ড দিন এবং ওকে করুন হয়ে যাবে

এবার দেখুন অন হয়ে গিয়েছে

এখন যদি কেউ হিংসে করে আপনার পোস্ট ডিলিট করতে চায় তাহলে পাসওয়ার্ড যারা ডিলিট করতে পারবে না

এই দেখুন পাসওয়ার্ড দিয়ে ডিলিট করতে হয়

আপনারা ভাবছেন এতক্ষণ লক করা শিখলাম কিন্তু কিভাবে লক করিবেন সেটি তো আপনাদেরকে শেখাচ্ছি না সমস্যা নেই এখন শিখিয়ে দিচ্ছি আপনি যে পোস্ট লক করতে চান সেই পোস্ট ওপেন করুন তারপর উপরের দিকে লক্ষ্য করুন 3 ডট রয়েছে ক্লিক করুন

এই পোস্ট সম্পর্কে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানে না তাদের জন্য করেছি অনেক ভুল হতে পারে ক্ষমা করে দেবেন সবাই ভাল থাকুন সুস্থ থাকুন Trickbd এর সাথেই থাকুন

Exit mobile version