Site icon Trickbd.com

নিয়ে নিন কম সাইজের একটি HTML Code Editor!! এইবার কোডিং করতে ঠেকায় কে???! :D

Unnamed

আসসালামু আলাইকুম!
কেমন আছেন সবাই?
আমি ট্রিকবিডির খুবই পুরাতন একজন ভিজিটর। যদিও আমি পুরাতন ভিজিটর, কিন্তু মেম্বারশিপ পেয়েছি আজ, তাও একজন পূর্ব-পরিচিত অথর ভাই’এর সাহায্যে।
ভাবলাম নতুন মেম্বার হওয়ার সুবাদে একটা অ্যাপ রিভিউ করে ফেলি, যার সাহায্যে আমি মনে করি, আপনারা অনেকেই যারা ওয়েব ডিজাইনিং করতে আগ্রহী তারা উপকৃত হবেন। বিশেষ করে, এইচএসসি ব্যাচ’এর জন্য দারুন হবে অ্যাপটা।
যাই হোক, কথা না বাড়িয়ে কাজে চলে যায়।

আজকের অ্যাপসটা সাধারন, তবে উপকারি।
অ্যাপটি হলো একটি এইচটিএমএল কোড ইডিটর।
এর সাহায্যে আপনি খুব সহজে কোডিং করতে পারবেন, সাথে কোড সাজেশনও পাবেন। তাছাড়া আপনার মূল্যবান কোডটি রান করাতে পারবেন। ইন্টারনাল / এক্সটারনাল ম্যামরিতে (.html) ফরম্যাটে সেইভ করে রাখতে পারবেন।

সামনে আমার এইচএসসি পরীক্ষার্থী ভাইদের পরীক্ষা। আমিও একজন পরীক্ষার্থী। আমি মনে করি, অ্যাপসটি আমাদের জন্য অনেক উপকারী হবে। কেননা এই অ্যাপের সাহায্যে আমরা আমাদের বইয়ের প্রদত্ত এইচটিএমএল কোডসমূহ রান করিয়ে প্র‍্যাক্টিকেল জ্ঞান অর্জন করতে সক্ষম হবো। তত্ত্বীয় জ্ঞানের চেয়েও প্র‍্যাক্টিকেল জ্ঞান আমাদের বুঝতে অনেক সহায়তা করে।
তাছাড়া অনেক ভাই আছেন, যারা ওয়েব ডেভলপিং কিংবা ওয়েব ডিজাইনিং শিখতে ইচ্ছুক।
তাদের জন্য এইচটিএমএল শেখাটা প্রথম ফরজ কাজ এবং বাঞ্চনীয়। সেক্ষেত্রে তারা এই অ্যাপলিকেশনের সাহায্যে চাইলে তাদের কাঙখিত কোডটি রান করাতে পারেন। তাছাড়া ট্যাগকোড সাজেশন থেকেও অনেক কিছু শিখতে কিংবা আয়ত্ত করতে পারেন।
আমি মনে করি, এইচটিএমএল শিখতে পূর্ব কোন জ্ঞান লাগেনা। একজন প্রোগ্রাম না জানা ব্যক্তিও চাইলে কয়েকদিন কিংবা একমাসের প্রচেষ্টায় ভালো ভাবে এইচটিএমএল শিখতে পারেন।

অ্যাপস লিংকঃ Tush HTML Editor (১.৭০ এমবি)
আপনাদের সুবিদার জন্য আমি অ্যাপটি ড্রাইভে আপলোড করে দিয়েছি। সুতরাং ডাউনলোড করতে কোনো সমস্যা হওয়ার কথা না। (:

আজ আর নয়, আশা করি অন্য একদিন অন্য কোন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।
সামনে তোহ পরীক্ষা, হয়তো পরীক্ষার পর ফিরতে পারি কিংবা তার মাঝেও নতুন কোনো চমক নিয়ে হাজির হতে পারি।

আরেকটা ব্যাপার কি, আমি যেহেতু নতুন, সেহেতু ছোটখাটো ভুল করে ফেলতে পারি। আশা করি ছোটখাটো ভুলসমূহ ক্ষমার নজরে দেখবেন।
সকলে ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।

ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।

ফেসবুকঃ তুশান আফনান