Site icon Trickbd.com

GBInsta | সম্পূর্ন মোডেড ইন্সটাগ্রাম।সাথে থাকছে অনেক ফিচার।

Unnamed

Google Play Store হলো এন্ড্রয়েড এর এপ ভান্ডার।এখানে অনেক অনেক এপ রয়েছে এবং প্রতিনিয়তই আরো নতুন এপ যোগ হচ্ছে।
আজ আপনাদের কে এমন এক এপ্লিকেশন দিবো যা গুগলের প্রাইভেসি পোলেসি এর কারনে Google Play Store এ নেই।কিন্তু এপ টি জরুরির থেকেও বেশি ভালো সার্ভিস দিবে আপনাদের।এবং এপ টি তাদের অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছে।

GBInsta

GBInsta হলো Instagram এর এক প্রকার মোডের ভার্সন।এবং এটির মধ্যে এমন কিছু ফিচার আছে যা অফিসিয়াল ইন্সটাগ্রাম ব্যাবহারকারি বেশিরভাগ ইউজার ই চায়।

এর কিছু ফিচার হলোঃ


১। ইউজার এর বাইও(bio) কপি করা যাবে।
২। কমেন্ট কপি করা যাবে।
৩।ছবি ডাউনলোড(এপ থেকেই সরাসরি)
৪।ভিডিও ডাউনলোড(এপ থেকেই)
৫।স্টোরিস(Srories) ডাউনলোড অপশন।
৬।এপ এর থিম চেঞ্জ অপশন।

GBInsta এর আরো অসাধারন কিছু ফিচার আছে।আপনি হয়তো অফিশিয়াল ইন্সটাগ্রাম আর ব্যাবহার ও করবেন না যদি এই এপ টি ইউস করেন।এর সম্পূর্ন ফিচার দেখে নিতে পারবেন এবং এপ টি ডাউনলোড করতে পারবেন এটির অফিশিয়াল ওয়েবসাইট থেকেই।

স্ক্রিনশট


থিম চেঞ্জ করার অপশন।রয়েছে অসংখ্য থিম।


GB Option


ছবি/ভিডিও ডাউনলোড এর অপশন


একসাথে অনেকগুলো ছবি/ভিডিও থাকলে আপনি চাইলে একটি নির্দিষ্ট ছবি/ভিডিও ডাউনলোড করতে পারবেন অথবা সবগুলো একসাথেও পারবেন।


কোনো কমেন্ট কপি করতে চাইলে কমেন্ট এর উপর ট্যাপ করে ধরে রাখলেই উপরে অপশন আসবে।


Stories দেখার সময় উপরে বা নিছে ৩ ডট মেনু(3 DoT Menu) তে ক্লিক করলেই “ডাউনলোড” অপশন পাওয়া যাবে।

অফিশয়াল ওয়েবপেজ

GBinsta

নোটঃ

আপনার ইন্সটাগ্রাম একাইন্ট যদি ফেসবুক কানেক্টেড হয় তবে GBInsta তে লগইন করার আগে ফেসবুক এপ টি অবশ্যই ডিসেবল/আনইন্সটল করতে হবে।তাইলেই আপনি ফেবু লগিন ডাইয়ালগ টি পাবেন।

ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ