আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
নোভা লঞ্চারেও চলে আসল ডার্ক মোড।
অ্যান্ড্রয়েডের সবচেয়ে জনপ্রিয় লঞ্চারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লঞ্চার হচ্ছে নোভা লাঞ্চার। গুগল পিক্সেল এর মতো বৈশিষ্ট্য হওয়ার কারণে অনেক ইউজার এটি ব্যবহার করেন।
নোভা লঞ্চারের ৬.১ বিটা ভার্সন সবেমাত্র মুক্তি পেয়েছে। নিতুন ভার্সনে তারা এনেছে দুটি পরিবর্তন। নতুন বরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডার্ক মোড।
সারা বাংলাদেশ দেখন ডার্ক মোডের পিছনে ছুটছে সেখানে নোভাই বা বাদ পড়বে কেন?
ফেসবুক মেসেঞ্জারের ডার্ক মোড নিয়ে তোলপাড় চলছে ফেসবুকে। কিভাবে ডার্ক মোড অন করবে এ সম্পর্কে।
কিভাবে মেসেঞ্জারের ডার্ক মোড অন করবেন সে সম্পর্কে আমাদের সাইটের একজন উইজার্ড একটা পোস্ট করেছিলেন। যদি না দেখে থাকেন তাহলে নিচের লিংক এ ক্লিক করে দেখেনিন।
তো পোস্টে ফিরা যাক!আপনি যদি নোভা লঞ্চার ইউজার হোন তাহলে হয়ত জানেন যে নোভ লঞ্চার ব্যবহারকারী তাদের মোবাইলের স্ক্রিনের বাম দিক থেকে একটি সোয়াইপ করলে গুগল ডিসকভার ফিড আসে।
যাইহোক, এখন পর্যন্ত, নোভা ফিডটি পিক্সেল লঞ্চারের মতো অন্ধকার মোডটিকে সমর্থন করে না।
যাইহোক এখন পর্যন্ত নোভা লঞ্চারে পিক্সেল লঞ্চারের মতো ডার্ক মোড আসে নি।
কিন্তু নোভা লঞ্চারের বিটা ৬.১ ভার্সনে গুগল ডিসকাভার ফিডের কালার সাদা থেকে কালো বা ডার্ক দেখা যাবে।
এছাড়া নোভা লঞ্চারের সেটিং এর ব্যাকগ্রাউন্ডও ডার্ক করা হয়েছে এবং যা দেখতে যেকারোরই ভালো লাগবে।
নোভা লঞ্চার ডাউনলোড করার জন্য নিচের লিংক এ ক্লিক করুণ।
Name: Nova Launcher
Size: 6.7 Mb
Review: 4.6
Click here to download
তো আশাকরি সবারকাছে পোস্টটি ভালো লেগেছে। কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।