Site icon Trickbd.com

যেভাবে আপনার পছন্দের ভিডিও গানকে ভিডিও আকারেই আপনার ফোনের রিংটোন হিসেবে সেট করবেন।??

Unnamed


আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কারণ ট্রিকবিডির সাথে থাকলে সকলে ভালোই থাকে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকের বিষয় :


আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ভিডিও গানকে আপনার ফোনের রিংটোন হিসেবে সেট করবেন। এটা হয়তো অনেকে যানে, তাই এটা শুধু নতুনদের জন্য।

App সম্পর্কিত কিছু তথ্য:-


App Details :-
App Name : Vyng Video Ringtones, Caller ID & Dialer
App Size : 11.07MB
Version : 2.5.1.8
Play Store Rating : 4.5★
Play Store Download : 5M+

Play Store Download Link

অ্যাপটির Play Store Rating ও অনেক ভালো।
এবার অ্যাপটি ডাউনলোড করে নিচের মতো ওপেন করবেন।

এরপর নিচের মতো Get Started এ ক্লিক করুন।

এরপর আবার নিচের ২ টা অপশন অন করে Get Started এ ক্লিক করুন।

এরপর আপনার ফোন নাম্বার দিবেন এবং ঐ নাম্বারে একটি কোড যাবে। ওটা দিয়ে Continue এ ক্লিক করবেন।

এরপর আপনি যদি আপনার ফোনের গ্যালারি থেকে কোনো গান রিংটোন হিসেবে দিতে চান। তাহলে Gallery লেখায় ক্লিক করে, সেটা Select করুন।

এরপর গানটি Select করে Set এ ক্লিক করুন।

আপনি চাইলে এখানে সার্চ করেও আপনার পছন্দের গানটি খুজে নিতে পারবেন। পছন্দের গানটি খুজে নেওয়ার পর নিচের দেখানো জায়গায় ক্লিক করলে রিংটোন Set হয়ে যাবে।

তো আজ এ প্রর্যোন্তই। আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আজ এ প্রর্য্যন্তই। কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ট্রিকবিডির সাথেই থাকবেন।


বাই বাই!

Exit mobile version