AIO Launcher
Size : 4mb Rate : 4.5 Downloads : 100k
Download Apk
এই লঞ্চার টা অন্যসব লঞ্চার থেকে আলাদা
ফিচার কম থাকলেও দেখতে সেই ইউনিক লাগে যে কেউ দেখলে অবাক হয়ে যাবে।
নোটিফিকেশন,মেইল,টাইম,ইভেন্ট,নিউজ সব কিছুই আপনার হাতের কাছে পাবেন
আর বাম দিক থেকে সুইপ করলে তো সব অ্যাপ এক সাথে আছেই।
অনেক সিম্পল এর ভিতর গর্জিয়াস অ্যাপ এটার সম্পর্কে বলার মত আর কিছুই নাই।
POWERSHADE
Size : 2mb Rate : 4.0 Downloads : 500k
Download Apk
যারা আমার মত পুরান/কম দামি বা Marshmallow 6 এর নিচের ভার্শন এর ফোন চালান তারা এই পাওয়ারশেড ব্যবহার করে অনেক মজা পাবেন।
এই অ্যাপ টা আপনার নোটিফিকেশন বার কে নতুন লুক দিয়ে চমত্কার থেকেও আরো চমত্কার করে ফেলবে।
আর কাস্টোম ভাবে এডিট ও করতে পারবেন।
খুব স্মুথ চলে।
কিছু ফিচার আনলক করতে প্রো ভার্শন কিনতে হয়
আপনি চাইলে লাকি প্যাচার দিয়ে মড করতে পারেন
আর নাইলে গুগল থেকে ক্র্যাক ডাউনলোড করতে পারেন
Gallery
Size : 44mb Rate : 4.5 Downloads : 1m
Download Apk
আবার ও যারা পুরান ভার্শন এর ফোন চালান তারা নিশ্চই এক ই গ্যালারি দেখতে দেখতে বোর হয়ে গেছেন?
আমার ফোম গ্যালারি তে একটা জিনিস খারাপ লাগতো যে মুভ/কপি এর অপশন ছিল না
তারপর আবার অন্য গ্যালারি অ্যাপ ডাউনলোড করলে মুভ কপি অপশন তো পাইতাম কিন্তু লুক টা ভালো ছিল না।
কিন্তু এই অ্যাপ এ লুক+ফিচার কোনো কিছুর ই কমতি নেই।
Action Launcher
Size : 15 Rate : 4.2 Downloads : 5m
Download Apk
এই লঞ্চার টা পুরাই বিষ্ট দেখতে যেমন জোস লাগে ফিচার ও তেমন ই জোস
হোমস্ক্রিনে থাকা কোনো অ্যাপ এ নোটিফিকেশন আসলে যেই অ্যাপ টাচ করে উপরে টানলে ঐ অ্যাপ ওপেন না করেই তার নোটিফিকেশন দেখতে পারবেন
এবার সেটা যা ই হোক মেইল ম্যাসেঞ্জার ম্যাসেজ ইউটুব
আর অ্যাপ ভিউ বাটন টা লাগে না নিচ থেকে ওপরে সুইপ করলেই সব অ্যাপ দেখতে পাবেন।
হোমস্ক্রিনে অ্যাপ রাখতে বিরক্তিকর মনে হলে আপনি কোনো অ্যাপ চেপে রেখে ডান সাইডে নিলে একটা ফিচার অপেন হবে ঐখানে শর্টকাট হিসেবে রাখতে পারেন আবার ডান দিক থেকে সুইপ করলে ঐ শর্ট কাট পেইজ ওপেন হবে।
KWGT
Size : 13 Rate : 4.4 Downloads : 1m
Download Apk
এমন একটা অ্যাপ আমার আগে খুব দরকার ছিল কিন্তু পাই নাই
অনেক কাজের একটা সফটওয়ার এইটা
অ্যাপটা দিয়ে আপনার নিজের মন মত Custom widgets লাগাতে পারবেন এবং তা ক্লিকে কি একশন হবে তা ঠিক করা থেকে শুরু করে আইকন কাস্টোমাইজ etc.
কিছু ফিচার উল্লেখ করা হলো ↓
Some skin to start with and some Komponent (a Widget in Kustom)
– Text with custom fonts, colors, sizes and effects
– 3D flip transformations, curved and skewed text
– – Layers with overlay effects like pro image / photo editors (blur, clear, xor, difference, saturation)
– Touch actions / hotspots on any object you create
– – Status Bar Notifications (text, images package name and so on)
– – Native music utilities (current playing song title, album, cover)
– Weather with wind chill, feels like temperature and more
– – Multiple weather providers like Open Weather Map, Yr.No, Weather Underground (plugin), Darksky (plugin) and more
– A huge amount of data to display such as: date, time, battery (with duration estimation), calendar, astronomy (sunrise, sunset, illumination, stardate), CPU speed, memory, countdowns, WiFi and cellular status, traffic info, next alarm, location, moving speed, rom/device, ip, network data and much more)
custom widget অ্যাড করতে স্ক্রিনে চেপে রেখে widgets এ যান কিছু টা নিচে নামলে KWGT নামে ২টা widget পাবেন 1×1 2×2 আপনার ইচ্ছা মত একটা সাইজ চেপে রেখে স্ক্রিনে ছেড়ে দিন
তারপর ঐ widget এ ক্লিক করলেই আসল কাজে নিয়ে যাবে
প্রথমে হাবি জাবি মনে হলেও আস্তে আস্তে কিভাবে অ্যাপ টা কাজ করে তা বুঝে যাবেন
আর না বুঝলে ইউটুব তো আছেই।
CONNECT WITH ME ON FB
Join our messenger group – https://m.me/join/Aba3IFexhfMSO9RW
লিংক কাজ না করলে কপি করে ম্যাসেঞ্জার দিয়ে কোনো বন্ধুকে দিন তারপর জয়েন করুন
এই পোস্টটা ঘেটে দেখতে পারেন। যদিও ম্যাসেঞ্জারের মত চ্যাট করা সম্ভব নয়, তবে ফ্লোটিং উয়িন্ডো দিয়ে চ্যাট হেডের কাজ হালকার উপ্রে কিছুটা ঝাপসা চালিয়ে দিতে পারবেন ?