ছবি বা ইমেজ থেকে লেখা কপি করবেন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
মহান আল্লাহর তালার নামে শুরু করা যাক
কিভাবে গুগল ফটো অ্যাপ দিয়ে ছবি বা ইমেজ থেকে লেখা কপি করবেন।।
আমরা ইতি মধ্যে অনেকে এই গুগল ফটো অ্যাপে সাথে পরিচিত। কিন্তু এই অ্যাপ দিয়ে ছবি থেকে লেখা কপি করা যায় তা আমার অনেকে জানি না। যারা জানেন না তাদের জন্য আজকের এই পোস্ট। যাদের এই অ্যাপ আছে তারা প্রথমে অ্যাপটি আপডেট করে নিবেন, তা না হলে এই অফশন টি পাবেন না। আর যাদের নেই এখান থেকে ডাউনলোড করে নিবেন আমার এই পোস্ট টি হয়তো অনেকে ভাল নাও লাগতে পাবে।কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয় ইমেজ বা ছবি থেকে লেখা কপি করার।
তাহলে শুরু করা যাক
প্রথমে আমার দেওয়া উপরে লিংক থেকে এই অ্যাপ ডাউনলোড করে নিন।
তারপর নিচে স্ক্রীনশট ফলো করুন।
দেখুন লেখা সিলেক্ট হয়ছে সেখান থেকে যতটুকু দরকার ততটুক কপি করুন।তারপর copy text ক্লিক দিন।
তারপর আমি যে লেখা কপি করলাম তা প্রমান সরুপ নোটপ্যাডে দেখুন।।।।
আর যদি পোস্ট টি বুঝতে না পারেন তাহলে ভিডিও টি দেখতে পারেন,,, ভিডিও লিংক
My Site Link…….alimuddin2fun.info
ধন্যবাদ বন্ধুরা পোস্ট টি পড়ার জন্য।