Site icon Trickbd.com

Via Browser Full Review – বেস্ট লাইট ব্রাউজার মাত্র ৫৭২ কেবি!

আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।

ফাস্ট ব্রাউজিং আর লো কনফিগারেশন ফোনের জন্য Via Browser একটা Must-have অ্যাপ। ব্রাউজারটির সিগনেচার ফিচার্স:

• মাত্র ৫৭২ কেবি
• ফাস্ট ব্রাউজিং
• কাস্টোমাইজেশন
• অ্যাড ব্লক
• নাইট মোড

প্লে স্টোরে অ্যাপটির রেটিং ৪.৫, ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষের বেশি বার।

কাস্টোমাইজেশন:

মাত্র ৫৭২ কেবির হলেও ফিচারের কমতি নেই Via ব্রাউজারে। হোম পেজের প্রতিটি ইলিমেন্ট (লোগো, ব্যাকগ্রাউন্ড, সার্চ বার স্টাইল) নিজের মতো সাজাতে পারবেন। এমনটি কাস্টম CSS ও অ্যাড করতে পারবেন।

প্রয়োজনীয় টুলস:


Via ব্রাউজারে অনেক প্রয়োজনীয় কিছু টুলস রয়েছে। টুলস ব্যবহার করতে অপারেশন বারে ক্লিক করে Tools ক্লিক করুন।

• Find in Page: পেজে যেকোনো Word খুজে বের করতে পারবেন।

• Save Webpage: ওয়েবপেজ সেভ (ডাউনলোড) করতে পারবেন।

• Saved Webpage: সেভ করা ওয়েবপেজ দেখতে।

• Translate: ওয়েবপেজ ট্রান্সলেট করতে।

• View Source: যেকোনো ওয়েবপেজের সোর্স কোড দেখতে পারবেন।

• Show/Block Image: ইমেজ শো/ব্লক করতে।

• Resource Sniffer: ওয়েবপেজের মিডিয়া ফাইল ডাউনলোড করতে।

• User Agent: ইউজার এজেন্ট চেঞ্জ করতে।

• Network Log: নেটওয়ার্ক লগ দেখতে।

কিছু অসাধারন ফিচারস:

• পপ-আপ অ্যাড ব্লক:

পপ-আপ অ্যাড ব্লক করতে Settings>Advanced>
Block Pop-up এনাবেল করে দিন

• অ্যাড ব্লক:

অ্যাড ব্লক করতে Settings>General>
Block Ads এনাবেল করে দিন।

উপরের দুটোই বাই ডিফল্ট অন করা থাকে।

• Mark as Ad:

অ্যাড ব্লকার অন করার পরেও যদি অ্যাড শো করে, তাহলে অ্যাডের ওপর লং প্রেস করে Mark as Ad ক্লিক করুন। এরকম অ্যাড পরবর্তীতে আর দেখা যাবে না।

• Gestures:

সহজেই কাজ করার জন্য Gesture ব্যবহার করতে পারেন। যেমন: ভলিউম বাটনের সাহায্যে পেজ স্ক্রল করতে পারবেন।
Gesture ব্যবহার এবং এডিট করতে Settings>General>Gestures ক্লিক করুন।

• Add-ons (Extension)

Add-ons অ্যাড করতে Settings>Add-ons> Online Add-ons ক্লিক করুন।

অনলাইনে এখন ব্রাউজারটির জন্য শুধুমাত্র একটি Add-ons রয়েছে যেটা ওয়েবপেজের টেক্সট লিংকে Clickable লিংকে কনভার্ট করে।

• Script:

কাস্টম জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে Settings>Scripts> ওপরে প্লাস আইকন ক্লিক করুন।

DOWNLOAD VIA BROWSER

আমার পোস্টি যদি আপনাদের ভালো লাগে আমার সাইট TipsNow24.Com ভিজিট করে আসবেন

আমাদের সাইটে ১ টি পোস্ট করলে ১০ টাকা।আর ৩০ টাকা হলে পেমেন্ট

তো আজ এই পযন্ত ই। সবাই ভালো থাকবেন। আর TrickBD এর সাথেই থাকবেন। পোস্টই ভালো লাগলে লাইক দিন। আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।