আমি আসলে তেমন পোস্ট করি না যে পোস্ট গুলা করি এই বিষয়ে আমি যথেষ্ট ধারণা রাখি এবং যে পোস্ট করি সেই পোস্ট যে বিষয়ে আমি করি সেটা আমি অনেকদিন ব্যবহার করি যখন আমার কাছে ভালো লাগে এবং আমাদের আশেপাশে থাকা মানুষগুলোর কাছে এই অ্যাপস অথবা অন্যকিছু তাদের কাছে ভালো লাগে তখনই আমি সেই বিষয় নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করি।
আগের মতনই আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটি অ্যাপস এর রিভিউ দিতে যাব হয়তোবা এই অ্যাপস আপনারা অনেকেই ব্যবহার করছেন কিন্তু অধিকাংশ ইউজাররা অ্যাপস এর কথা জানে না।
এই অ্যাপস এর সবচেয়ে বড় সুবিধা হলো এই অ্যাপস দিয়ে আপনি Mx player এর মাধ্যমে live টেলিভিশন দেখতে পারবেন।
আরো মজার বিষয় হলো এই অ্যাপস এর মাধ্যমে আপনি কম হলেও 5 থেকে 600 চ্যানেল এর live টেলিভিশন দেখতে পারবেন তাই প্রথমে অ্যাপস ডাউনলোড করে নিন
এই অ্যাপস ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন।
আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিতে চাই এই অ্যাপস দিয়ে কিভাবে mx Player এর মাধ্যমে video দেখবেন
এখানে দেখুন বিশ্বের কয়েকটি দেশ এর নাম রয়েছে আমরা বাংলাদেশ সিলেক্ট করব
আমি একটি চ্যানেল চালিয়ে দেখাতে চাই কিভাবে mx Player এর সাহায্যে অল্প মেগাবাইট খরচ করে live টেলিভিশন দেখতে পারবেন খেলাধুলা দেখতে পারবেন তাই আমি একটি চ্যানেল play করছি আনন্দ টিভি ক্লিক করুন
আনন্দ টিভির মধ্যে ক্লিক করার পর এখানে কয়েকটি link দেবে যে কোন একটি লিংক এর মধ্যে ক্লিক করুন
এখন দেখুন আপনার সামনে চলে এসেছে তিনটি অপশন আপনি ম্যাক্স প্লেয়ার এর মধ্যে ক্লিক করুন
এখন নিশ্চয়ই দেখতে পারছেন play হয়ে গিয়েছে যদি play না হয় তাহলে back করুন আমরা যে কয়েকটি link দেখতে পেয়েছিলাম প্রথমবার যে link এর মধ্যে ক্লিক করেছি সেটা ব্যতীত অন্য লিংকে ক্লিক করুন এবার নিশ্চয় play হয়েছে
তাছাড়া এই Apps এর আরো কিছু সুবিধা রয়েছে আপনি সার্চ করেও চ্যানেল খুঁজে বের করতে পারেন আমি সার্চ করলাম Ntv
সার্চ করার পর নিশ্চয় পেয়ে গেছেন প্রথমবার যেভাবে দেখিয়েছি ঠিক সে রকম play করে দেখতে পারেন live টেলিভিশন এখন আপনি চাইলে এই চ্যানেলটিকে ফেভারিট করে রাখতে সবার চাইতে আলাদা করে তার জন্য সেই চ্যানেল এর উপর ক্লিক দিয়ে ধরে রাখুন তারপর দেখুন Adf to favourite রয়েছে ক্লিক করুন
এখন আমরা সেটিং এর কিছু কাজ করব আসলেই কাজ গুলো না করলেও হবে তবে যারা সর্বদা mx Player দিয়ে অল্প মেগাবাইট খরচ করে live টেলিভিশন দেখতে চান তাদের জন্য এই সেটিং আপনি নিশ্চয়ই দেখতে পারছেন 3Dot বাটন রয়েছে ক্লিক করুন
এখানে দেখুন রয়েছে ভিডিও প্লেয়ার ক্লিক করুন
এখানে mx Player দিয়ে দিন তাহলে যখন ভিডিও play করবেন অন্যান্য Player আর আসবে না শুধু mx Player এই play হয়ে যাবে
Notesতাহলে বন্ধুরা যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোন সমস্যা হয় তাহলে ও কমেন্ট করে জানাবেন কোন খারাপ মন্তব্য করার উদ্দেশ্যে অথবা হয়রানি করার উদ্দেশ্যে কোন ধরনের কমেন্ট করবেন না এতে পোস্ট এর সৌন্দর্য নষ্ট হয় যারা পোস্ট করে তাদের মন নষ্ট হয়ে যায়।