Site icon Trickbd.com

পহেলা বৈশাখের ফ্রেইম সাথে নিজের ছবি অ্যাড করে ফেইসবুক স্ট্যাটাসও দিন

Unnamed

পহেলা বৈশাখের ফ্রেইম অ্যাড করে ফেইসবুক স্ট্যাটাসও দিন

পহেলা বৈশাখের বরন করে নি সবাই।।।
পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমরা অনেকে ফেইসবুক স্ট্যাটাসও দিয়ে থাকি। আমারা সবাই পহেলা বৈশাখের আনন্দ উৎসবে মেতে উঠি।ফেইসবুক বন্ধুদের পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করি।

তাই আজ আমি দেখবো কিভাবে আপনার ছবির সাথে পহেলা বৈশাখের ছবির ফ্রেইম দিয়ে ফেইসবুক স্ট্যাটাসও দিন আপনার বন্ধুদের।।

তাহলে শুরু করা যাক


প্রথমে আমাদের পহেলা বৈশাখের ছবির ফ্রেইম অ্যাড করার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে।অ্যাপ টি নিচ থেকে ডাউনলোড করে ফেলুন।
ডাউনলোড লিংক

অ্যাপ টি ওপেন করা পর এই রকম আসবে এখান থেকে আপনার যে ছবি পহেলা বৈশাখের ফ্রেইমের সাথে অ্যাড করবেন সেটা সিলেক্ট করে দিন।

তারপর দেখুন ৫ -৬ অফশন দেখাবে।

তারপর দেখুন অনেক ফ্রেইম দেখাবে এখান থেকে যেকোন একটি সিলেক্ট করে দিন।

তারপর সুন্দর ভাবে ছবিটি বসিয়ে দিন।এখান থেকে সেইপ করে দিন।

এখন দেখুন খুবই সুন্দর ভাবে ছবিটি পহেলা বৈশাখের ফ্রেইমের সাথে অ্যাড হয়ে গেছে।।
এখন আপনি চাইলে ফেইসবুক স্ট্যাটাসও দিতে পারেন। আর পহেলা বৈশাখ কে শুভেচ্ছা জানিয়ে বরন করে নিন।

না বুঝলে ভিডিওটি দেখতে পারেন?
আমার ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ?ভিডিও লিংক
My Site Link…….alimuddin2fun.info

আর কেউ বাজে কমেন্ট করবেন না।একজন ট্রেইনারের পোস্ট করা আগ্রহ কে জাগিয়ে তুলুন একটি ভাল কমেন্ট করে।

ধন্যবাদ বন্ধুরা পোস্ট টি পড়ার জন্য।