তাই এসব ঝামেলা থেকে বাঁচতে হলে আমার মতে ব্যাটারি ফুল চার্জ হবার পর চার্জ থেকে খুলে ফেলাই ভালো। তবে রাতের বেলা তো আমরা ঘুমিয়ে থাকি তাই ফুল চার্জ হবার পরও আমরা বুঝতে পারি না, এই সমস্যা থেকে বাঁচার জন্য আজকের এই পোস্ট। আমি আজকে একটা অ্যাপস সম্পর্কে বলব যা আপনার মোবাইল ফুল চার্জ হলে এলার্ম এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে।
অ্যাপসটার নাম হলো Full Charge Alarm.. অ্যাপসটা খুবই ভালো এটা আমি নিজে ব্যবহার করি তাই আপনাদেরকেও বলব এটা ব্যবহার করার জন্য। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
অ্যাপসটা ইনস্টল করার পর অ্যাপসটাতে ঢুকে একটা অপশন পাবেন Full Battery Alarm এটাকে চালু করে দিন।
ব্যস কাজ শেষ আর কিছু করা লাগবে না। এবার মোবাইল চার্জে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে যান ফুল চার্জ হলে এলার্ম এর মাধ্যমে জেনে জাবেন।
আজকের মত এখানেই শেষ করছি, কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।