আসসালামু আলাইকুম

আশাকরি, সবাই ভাল আছেন,,।
কথা না বারিয়ে সোজা কাজে যাব, তো চলুন

যা যা প্রয়োজন হবেঃ


১. একটি Usb কি-বোর্ড,
২. OTG Cable,
৩. OTG সাপোর্টেড এনড্রয়েড ফোন,
৪. Octopus Keymapper Apps,

নিচ থেকে অক্টোপাস কি-ম্যাপার এপস ডাউনলোড করে নিন,

Download Here

ডাউনলোড দেওয়ার পর, ফাইলটি ওপেন করুন

তারপর,

তারপর Local Games এ যান

তারপর যেকোন একটা গেমস সিলেক্ট করেন

তারপর গেমস চালু হয়ে একদম ওপরে একটা পুতুল আসবে পুতুলে ক্লিক করলে এইরকম আসবে

এরপর নিজের ইচ্ছামতো বাটন সিলেক্ট করেন


সব গেমস এই হয়না কিছু কিছু গেমস এ সমস্যা ও হয়,

কারন এটা একটা এমুলেটর হিসেবে কাজ করে, আপনারা চাইলে কিবোর্ড এর সাথে সাথে মাউস ও ব্যবহার করতে পারেন,
এইটা দিয়ে Pubg গেমস এ ও সেট করা যাবে,,,কোন সমস্যা হইলে কমেন্ট করবেন ।
আজ এই পর্যন্তই,
খোদা হাফেজ

5 thoughts on "-CuteTrick- এবার কি-বোর্ড দিয়ে কম্পিউটারের মত মোবাইলে গেমস খেলুন (প্রায় সব ধরনের গেমস)"

  1. Rasel Tips Contributor says:
    Android 6 version এ হবে কী
    Huawei Y3 2017
    এই ফোনে কী চলবে
  2. Rasel Tips Contributor says:
    6 vesron এ হলে বলেন ভাই
  3. Rasel Tips Contributor says:
    তাহলে আমি একটু দেখি
  4. Rasel Tips Contributor says:
    6 verson এ কী OTG Support করে
  5. FS Ashraful Author says:
    pubg not support in octopus because its ban

Leave a Reply