আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো।
আমি হাজির হয়েছি আবারও ইংরেজি শিখবেন ১০০% তাও আবার অ্যাপ দিয়ে এর দ্বিতীয় পর্ব নিয়ে। আমি প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন কিছু উদঘাটন করতে যাতে সবার ইংরেজি শেখাটা আরও সহজ করতে পারি। হ্যাঁ অবশ্যই তা সবার সাথে শেয়ার করতে চাই।
যারা প্রথম পোস্টটি দেখেননি তারা এখানে ক্লিক করুন
তাহলে শুরু করার যাক। ধরে নিলাম এমুহূর্তে আপনার মাথায় ৩০০০+ শব্দের একটি ভান্ডার আছে। আচ্ছা ৩০০০ হাজার নাই? ২০০০ হাজার আছে? তাও নাই? ১০০০ হাজার তো আছে?
এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে Vocabulary স্টক করা। আমাদের যার যত বেশি Vocabulary স্টক থাকবে ইংরেজিতে তার আধিপত্য ততই বেশি হবে। তাই আজকে শেয়ার করবো একটি Vocabulary শিখার অ্যাপ।
অ্যাপটির নাম Vocabulary Builder
এটি তিনটি ক্যাটাগরি দিয়ে সাজানো হয়েছে
আমরা প্রথমে Beginner দিয়ে শুরু করবো। যারা অল্প ইংরেজি জানেন তাদের জন্য ভালো কারণ এই অ্যাপে Word Meaning গুলো ইংলিশে অর্থাৎ এখানে শব্দের অর্থ গুলো ইংরেজিতে। জানি অনেকেই ইংরেজি বুঝবেন না বা বুঝতে সমস্যা হবে। বুঝেন বা না বুঝেন অর্থ গুলো বুঝার চেষ্টা করুন। না বুঝলেও সমস্যা নেই শব্দটি কপি করে Bangla Dictionary তে পেস্ট করে তার অর্থ জানার চেষ্টা করুন। মনে রাখবেন অর্থ জানার পাশাপাশি আরো অনেক সমার্থক শব্দও শিখতে পারবেন। এভাবেই তো মানুষ শিখে। Bangla Dictionary ডাউনলোড করা না থাকলে ডাইনলোড কর নিন এখানে ক্লিক করুন
অ্যাপটির ডাইনলোড লিংক এখানে ক্লিক করুন
সুবিধা সমূহ – শব্দের ইংরেজি অর্থ, শব্দ Search সুবিধা, ছবি সহ উদাহরণ (ইন্টারনেট সংযোগ প্রয়োজন), শব্দের প্রনালী, শব্দের উচ্চারণ এবং পছন্দে যুক্ত করা সহ ইত্যাদি।
হতাশ হবেন না আমরা এখনও খুব বেসিক লেভেলে আছি। সামনে হয়তো আরো মানসম্মত পর্ব নিয়ে হাজির হব।
চলবে…
কেমন লাগলো জানান কমেন্ট বাক্সে, আপনাদের মতামতের ভিত্তিতে নির্ভর করছে আগামীর পোস্ট।
আমি এসএন জিকু (SN Jiku) আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পোস্টে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এই গরীবের বন্ধু হোন মুখবুকে Be my friend on Facebook
আর মন চাইলে দর্শন করে সাবস্ক্রাইব করতে পারেন আমার আপনি-নল চ্যানেলটি। YouTube Channel