Site icon Trickbd.com

ফোনের টাসপ্যাড কে ফিঙ্গারপ্রিন্ট লকে পরিনত করুন

Unnamed

ফোনের স্কিনকে ফিঙ্গারপ্রিন্ট লক বানিয়ে ফেলুন ৯০% লোক জানেনা
হাই বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন
অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে।
আজে আমি দেখাবে যে আপনি আপনার মোবাইলের স্কিন কে খুব সহজে ফিঙ্গাট প্রিন্ট সিস্টেম চালু করতে পাবেন এবং খুব মজা নিতে পারবেন বন্ধুদের সাথে।

তো বন্ধুগন চলুন শুরু করা যাক

এজন্য প্লেস্টর থেকে প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে।আমি শেষে ডাউনলোড লিংক দিয়ে দিবো।

অ্যাপসটির নাম :Lockit
সাইজ:5mb

প্রথমে অ্যাপসটি ওপেন করুন
Allow চাইলে Allow করে দিন
এখন একটা লক দিন।

তারপর Security question দিন
যে কোন একটা দিন যেমন

তারপর উত্তর দিন Done করে দিন।


Back এসে More যান

এখন Disguise selected করুন

Fingerprint Selected করুন

এখানে পরাপর দুইটা চাপ দিন তারপর চেপে ধরুন
Fingerprint lock Set হয়ে যাবে।


On করে দিন।

Back এসে যে কোন কিছু ক্লিক করে লক করুন।

Gallery ওপেন করুন।

ওপেন করতে গেল Fingerprint lock চলে আসবে যা কেউ ইচ্ছা করলে ওপেন করতে পারবে না।ওপেন করার জন্য পরপর দুটি চাপ তারপর আবার চাপ দিলে ওপেন হবে।

তারপর আবার আগের লকটি দিতে হবে।

এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ফোনের যাবতীয় সব কিছু লক করে রাখতে পারবেন।
এরপর ও যদি না বুঝেন তাহলে ভিডিওটি দেখুন।

যদি আপনি কিছু শিখতে পারেন বা উপকৃত হন তাহলে একটা
Subscribeকরে আসুন।
অ্যাপস ডাউনলোড লিংক Play Store

আশা করি পোষ্টা আপনাদের উপকার হয়েছে।
ভুলত্রুটি হলে ক্ষমা করে দিবেন।