Site icon Trickbd.com

যেকোন কো‌ড ইডিট করুন দ্রুতগতিতে মাত্র ৪.৫ মেগাবাইটের একটি এ্যাপের সাহায্যে

Unnamed

যেকোনো কোড গুলো আপনি খুব সহজেই ইডিট করতে পারেন কুইক ইডিটর এ্যাপ দিয়ে।

বিশেষ করে যারা ওয়েবসাইটের টুকিটাকি কাজ করে থাকেন ওয়ার্ডপ্রেস ও ব্লগার এবং স্ক্রিপ্ট তারা এই এ্যপটির সাহায্যে অনেক দ্রুতগতিতে কাজ করতে পারবেন।

এই এ্যাপটি দিয়ে কোন কোড ইডিট করলে, সেখান থেকে এ্যাপ থেকে বের হয়ে যাবার পরে আবার প্রবেশ করে রিছেন্ট ফাইলে গেলে পূর্বের অবস্হানে পাওয়া যায়।
আবার ট্যাগ গুলো রঙের হয় তাই দ্রুত ট্যাগ গুলো চোখে পড়ে, এর ফলে বেশি খুজঁতে হয়না।
এ্যাপটির সাইজ মাত্র ৪.৫ মেগাবাইট।

স্কিনসটের মাধ্যমে পুরো ক্লিয়ার করে দেখাই চলুন সামনে
(১) ওপেন করুন

(২) চিত্রে দেখানো থ্রি ডট অংশে ক্লিক করুন

(৩) আপনার যে ফোল্ডারে কোড আছে, সেই ফোল্ডার নির্বাচন করুন

(৪) চিত্রে দেখানো অংশে ক্লিক করুন

(৫) দেখুন হেড ট্যাগ নিল রংয়ের সবগুলো ভিন্ন ভিন্ন রংয়ের

(৬) হেড ক্লোজ ট্যাগ রংয়ের হওয়ায় সহজেই পপেয়ে গেলাম, এভাবে সব ট্যাগ গুলো সহজেই পাওয়া যায়।

(৭) কিছু ইডিট করার পরে ব্যাক বাটনে প্রেস করলে এরকম অপশন দেখতে পাবেন, সেভ করতে চাইলে করতে পারেন।

(৮) এরপর যদি আবার এই কোড স্ক্রিপ্টটা নিয়ে ইডিট বা মোডিফাই করতে চান তাহলে থ্রি ডট মেনুতে ক্লিক করে, চিত্রে দেখানো অংশে ক্লিক করুন

(৯) চিত্রে দেখানো অংশে ক্লিক করুন

(১০) পূর্বের জায়গায়, কষ্ট করে প্রথম থেকে খোজার প্রয়োজন হবে না।

এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com