Site icon Trickbd.com

মায়া অ্যাপ থেকে আবারো আনলিমিটেড মোবাইল রিচার্জ এবং বিকাশে টাকা নিন | সময় সীমিত।

Unnamed

হ্যালো বন্ধুরা কি খবর সবার ভালো আছেন??
আমি তিন চারদিন আগে একটা পোস্ট করছিলাম মায়া অ্যাপ নিয়ে মনে পড়ছে???
তো অ্যাপটি হ্যাকিং এর শিকার হয়েছিল যার কারণে তাদের রেফার সিস্টেম আই মিন রেফার করে যে ইনকাম টা হতো ওই টা বন্ধ করে দিয়েছিল সাময়িক সময়ের জন্য।
ইনভাইট করে ইনকাম এর সিস্টেম টা অফ করার জন্য আমি ওই পোস্টটি ট্রিকবিডি থেকে সরিয়ে নিয়েছিলাম।
এর কারণ হচ্ছে মূলত এই অ্যাপটি থেকে ইনভাইট করে ইনকাম করা ছাড়া অন্য কোন ইনকাম করার পথ নাই সে জন্যই। আমি চাই নাই আপনাদেরকে অনর্থক হয়রানি কিংবা এমবি খরচ করায়।
এবং আপনাদেরকে এটাও বলেছিলাম যে অ্যাপটির ইনভাইটেশন সিস্টেম চালু করা মাত্রই আপনাদেরকে আপডেট জানিয়ে দিব এবং আমি তা দিচ্ছি ও।
আর সব থেকে ভাল কথা হচ্ছে এই অ্যাপটি থেকে পেমেন্ট পায় নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যারা হ্যাক করে ইনকাম করেছিল তারাও পেমেন্ট পেয়েছে।
তো আমি বলবো যারা এর আগে অ্যাকাউন্ট করছিলেন তাদেরকে নতুন করে অ্যাকাউন্ট করার কোন প্রয়োজন নাই আপনারা রেফার করতে থাকেন।
আর যারা একদম নতুন একটি সম্পর্কে জানেন না তাদের জন্যই মূলত পোস্টটি আবারো আপডেট দেওয়া।
আর যারা আগে থেকে জানতেন তাদেরকে বলছি অ্যাপটি আবারো তাদের রেফার সিস্টেম চালু করেছে আপনারা চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আবারো ঠিক আগের মতই ইনকাম করতে পারেন।
আর নতুনদের জন্য চলুন দেখে আসি কিভাবে একাউন্ট করবেন????? তো প্রথমেই আপনাকে এখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি কে ওপেন করবেন তারপর নিচের মত সুন্দর ইন্টারফেস দেখতে পারবেন।








তো এবার আপনাকে

xkyaq8

এই কোডটি দিয়ে এপ্লাই করতে হবে তাহলে ২০ টাকা মোবাইল রিচার্জ একদম ফ্রিতে পেয়ে যাবেন। তার জন্য আপনাকে আবার এক্সট্রা দুইজনকে রেফার করলেই টোটাল ৪০ টাকা পেয়ে যাবেন।

আর আপনি যদি রেফার কোড ইউজ না করেন সে ক্ষেত্রে আপনাকে ৪ জনকে রেফার করতে হবে তারপর ২০ টাকা একবারে মোবাইল রিচার্জ দিয়ে দেওয়া হবে দিনের শেষে।
সো আপনার ইচ্ছা।
তো এখন দেখাই আপনি কিভাবে ইনভাইট করে মোবাইল রিচার্জ নিবেন ফ্রিতে। তো আপনি চাইলে যত খুশি তত ইনভাইট করতে পারেন।
তো ইনভাইট করার জন্য নিচের স্ক্রীনশট গুলা ফলো করুণ।

তারপর আমার মত আপনার একটি রেফারেল কোড দেয়া হবে ওই কোডটি আপনার বন্ধুর সাথে শেয়ার করলেই প্রতিটি রেফারের বিনিময় আপনি পাবেন ৫ টাকা করে আপনি চাইলে যত খুশি ততো রেফার করতে পারেন।

স্ক্রীনশট গুলা যেহেতু একই সেজন্য আগের স্ক্রিনশট গুলো ব্যবহার করলাম সবাইকে জানিয়ে দিলাম।
তো আশা করি বুঝতে পারছেন বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্স তো আছেই কমেন্ট করে জানিয়ে দিতে হবে।
পোস্টটি ভাল লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট ভবিষ্যতেও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল।
অনলাইন আর্নিং রিলেটেড গ্রুপ জয়েন করুন।
তো আজকের মতো এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোন পোষ্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ।
Exit mobile version