Site icon Trickbd.com

ফোন কে রঙিন করে তুলবে যে লাঞ্চার অ্যাপ।

Unnamed

হ্যালো বন্ধুরা কি খবর সবার ভালো আছেন??
আমাদের সকলের কাছে একটি করে স্মার্ট ফোন থাকে কিন্তু আমরা এই শখের স্মার্টফোনটি আরো রঙিন করে তুলতে বিভিন্ন অ্যাপ প্লে স্টোরে খুঁজতে থাকি???
আর নয় খোঁজাখুঁজি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনি যে অ্যাপটি খুঁজছেন ঠিক তেমন একটি অ্যাপ তো চলুন শুরু করি।
ফোন কে রঙিন করে তুলতে প্রথমে আমাদের মাথায় আসে লাঞ্চার অ্যাপ এর কথা??? হ্যাঁ আমি ঠিক এমন একটি লাঞ্চার আপনাদের সাথে শেয়ার করছি যা আপনার ফোন কে করে তুলবে আরও রঙিন।
আপনি যদি একদম ফ্রেশ হোমস্ক্রিন পছন্দ করেন, তাহলে আপনার জন্য
চমৎকার একটি লঞ্চার হতে পারে এটি।
এতে রয়েছে সাধারণ অ্যাপ ড্রয়ার। ইংরেজি বর্ণমালা অনুযায়ী অ্যাপগুলো সেখানে সাজানো রয়েছে। নির্দিষ্ট বর্ণের উপর টাচ করে সেই নামের অ্যাপগুলো দেখা যাবে।
ধরুণ, আপনি ফেইসবুক অ্যাপটি চালু করবেন। সেক্ষেত্রে ‘F’ টাচ করলে প্রথম বর্ণ এফ রয়েছে এমন সব অ্যাপের তালিকা পাবেন। সেখান থেকে ফেইসবুক চালু করতে পারবেন।
অনেকের ফোনের ডিসপ্লে বড় হওয়ার কারণে এক হাতে ডিভাইসটি অপারেট

করতে পারেন না। এ লঞ্চার ব্যবহারের পর ইউজার ইন্টারফেস নতুন রূপ পাওয়ায় এ ঝামেলা থেকে মুক্তি মিলবে।
লঞ্চারের হোম স্ক্রিন থেকেই ফোনে আসা নোটিফিকেশনগুলো দেখে
নেওয়া যাবে। চাইলে কোনো নোটিফিকেশন ব্লক করেও রাখা যাবে।




তো এখন চলুন দেখে আসি আপনি কিভাবে ডাউনলোড করবেন এপিকে ডাউনলোড করার জন্য। আপনার ফোনের মধ্যে থাকা প্লে স্টোরে চলে যাবেন তারপর সার্চ অপশন এ টাইপ করবেন Niagara Launcher তাহলে পেয়ে যাবেন।
সমস্যা হলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে বিলিয়ে দিতে হবে মাত্র ২ মেগাবাইটের মত।
পোস্টটি ভাল লাগলে একটি লাইক করতে পারেন আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট দেখতে পছন্দ করেন। তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।
জয়েন করুন ফেসবুক গ্রুপে click here.
কোন সমস্যা হলে আমাকে ইমেইল করতে পারেন mastybd99@gmail.com
তো আজকের মত এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো চমক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকের মত আল্লাহ হাফেজ।