Shareit এর আগের ভার্সন গুলো খুব ভালো ছিলো। কোন এডস এর ঝামেলা ছিলোনা এবং পারমিশন তেমন বেশি লাগতো না এখন যেই ভার্সন টা এটাতে প্রচুর এডস, অনেক পারমিশন দেওয়া লাগে, ব্যাকগ্রাউন্ডে ভিডিও ডাউনলোড করে মোবাইল ডাটা খরচ করে ইত্যাদি প্রচুর অসুবিধা। তাই আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দেবো যেটাতে কোন এডস নেই, সাইজেও কম এবং Shareit এর মতই খুব দ্রুত File Transfer করা যায়।
আমি যেই অ্যাপসটার কথা বলছি এটার নাম হলো Mi Drop এটা Xiaomi কোম্পানি তৈরি করেছে। এটা বর্তমানে অনেক জনপ্রিয় কারন এতে কোন এডস নেই। এর ডিজাইনও খুব সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি। নিচে কিছু স্ক্রিনশট দিলাম।
Download Mi Drop
আজকের মত এখানেই শেষ করছি, পোস্ট টি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে পোস্ট টি ফেসবুকে শেয়ার করবেন।