আসসালামু আলাইকুম।
আশা করি আলহামদুলিল্লাহ্ সবাই ভাল আছেন।
আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ্ আমিও ভাল আছি।
★★আজকে যে টিউনটি নিয়ে হাজির হয়েছি তা অবশ্যই আপনাদের ভাল লাগবে।
?? আজকের টিউনটির মাধ্যমে আপনারা আপনাদের Girlfriend/Wife /আপনার পরিবারেরর ফোনে আপনি ছাড়া অন্য কেউ কল করতে যেন না পারে সেটা দেখাবো।
এর জন্য সুধু একটি এ্যাপ ইনস্টাল করার লাগবে আপনার Girlfriend/Wife /পরিবারের ফোনে আর কিছু সেটিংস করে দেওয়ার লাগবে এটাই।
_________________________________________________
তো চলুন শুরু করা যাক………..
★★প্রথমে নিচে থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন।
এখানে ক্লিক করে ডাইনলোড করে নিন
?ডাউনলোড করা শেষ হলে এপটি ওপেন করুন।
ওপেন করলে ঠিক নিচের মত পারমিশন চাবে যত পারমিশন চাবে সব দিয়ে দিবেন
তারপর নিচের মত setting এ ক্লিক দিন।



নিচের মত whitelist এ ক্লিক দিন।whitelist এর মধ্যে যে নাম্বার টি থাকবে সেটির কল শুধু সে ফোনে ডুকবে।তাই নিচের মত দেখানো স্থানে ক্লিক দিন।
তারপর নিচের মত add contract এ ক্লিক দিন
তারপর আপনাদের সেভ করা নাম্বার থাকলে contract এ ক্লিক আর যদি নতুন কোন নাম্বার এড করার লাগে তাহলে add এ ক্লিক দিন
তারপর নিচের মত করে নাম আর নাম্বার বসাই দিয়ে save এ ক্লিক দিন
এভাবে আপনাদের যত নাম্বার ইচ্ছা এড করে দিন।
??যে নাম্বার গুলা এড করা হবে সেগুলার ফোন শুধু সে ফোনে ডুকবে।
??আর যাদের নাম্বার এড করা থাকবে না whitelist এ তাদের কল আজিবনও ডুকবে না সে ফোনে।
____________________________________________
আজকে এ পর্যন্তই
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর trickbd এ সাথেই থাকবেন।
আল্লাহ হাফেজ
আর
আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TrickNow24.Com
আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।
এটা লিখে গুগল এ সার্চ দেন