নতুন একটা টিউন নিয়ে উপস্থিত হলাম।
আমরা যারা রেডিও শুনতে ভালোবাসি তাদের জন্য আজকের পোস্টটি একটি আনন্দদায়ক পোস্ট, একটি এন্ড্রোয়েড এ্যাপ দিয়ে ক্লিয়ার ভয়েসে রেডিও শুনতে পারবেন।
আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এ্যাপটি চালাতে কি মেগাবাইট লাগবে?
জ্বী ভাইয়া মেগাবাইট লাগবে।
তবে বেশী মেগাবাইট কাটে না প্রথমে লোডিং নিতে ৬০-৯০ কেবি করে কাটে তারপরে ২০-৩০ কেবি করে কাটে।
(১) প্রথমে এ্যাপটি নিচ থেকে ডাউনলোড করে ইনস্টল করুন এবং ওপেন করার আগে ফোনের ডাটা চালু করুন।
(৩) এরপর আপনি লিস্টে আপনি প্রায় ৭০ টির মতো চ্যানেল দেখতে পাবেন, যেই চ্যানেলের গান শুনতে চান সেটিতে ক্লিক করুন।
(৫) বন্ধ করতে চিত্রে দেখানো অংশে ক্লিক।
এ্যাপটির সাইজ মাত্র ২.৮ মেগাবাইট।
এ্যাপটি ডাউনলোড করতেএখানে ক্লিক করুন
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো