আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?
ভালো থাকারই কথা, ট্রিকবিডির সাথে যারা থাকে, সবাই ভালো থাকে,
আমিও আলহামদুলিল্লাহ ভালো,
আজকে আমি একটি আকর্ষণীয় বিষয় সম্পর্কে বলতে যাচ্ছি,
আর সেটি হলো ফন্ট নিয়ে,
অনেকেই ফন্ট চিনেন, আজকে আমার টিউনের মূল বিষয় হলো, কিভাবে আপনি আপনার ডিভাইসকে রুট (root) করা ছাড়া বা কম্পিউটারের সাহায্য ছাড়া নিজে নিজে মোবাইলে সিস্টেম ফন্ট চেঞ্জ করবেন!
বিষয়টা খুব ইন্টারেস্টিং, তাই না?
কারণ সবাই চায়, নিজের মোবাইলে সুন্দর রূপ দিতে, তার মোবাইলকে আরো স্মার্ট করতে, এর পিছনে ফন্টের গুরুত্ব অপরিসীম,
বিশেষত আমাদের বাংলা লেখা, অনেকের মোবাইলে এটি সিস্টেমে খুব বাজে ধরণের স্টাইল, এটিও খুব সহজে চেঞ্জ করতে পারবেন,
যাক মূল কথায় আসি,
প্রথমত ফন্ট চেঞ্জ করতে হলে, আপনার মোবাইলে সেটিং এ ফন্ট চেঞ্জ অপশন থাকতে হবে, যেমন আমার মোবাইলে দেখুন, এখানে সিস্টেমে ফন্ট চেঞ্জ এর অপশন আছে,
আর যাদের নেই, তারাও ট্রাই করতে পারেন,তবে সতর্কতার সাথে, কিছু হলে আমি দায়ী থাকব না
এবার আপনাকে একটা এপ ডাওনলোড করতে হবে,
name : zfont
Size : 6.37 এমবি
সব কিছু শুরুতেই করে ফেললে ভালো হয়,
এর পর আপনি গুগুল থেকে আপনার পছন্দনীয় ফন্ট ডাওনলোড করুন, (যদি বাংলা ডাওনলোড করতে চান, তাহলে অভ্র এর করবেন, বিজয় করলে আপনার মোবাইলের ইংরেজি লেখা ভেঙ্গে যাবে)
যারা জানেন না, তারা শুধু গুগুলে সার্চ বারে stylish font দিয়ে সার্চ দিলে ফন্ট এসে যাবে,
এবার নিচের ছবি মোতাবেক কাজ করুন,
ইনস্টল করার পর ওপেন করুন,
তারপর ডান থেকে বামে স্ক্রল করলে local নামক একটি অপশন দেখা যাবে, ওটাতে ক্লিক করুন
আপনার যে গুগুল থেকে ডাওনলোড করা কাস্টম ফন্ট টি যে ফোল্ডারে আছে, ওই ফোল্ডারে গিয়ে ওটা সিলেক্ট করে ok দিন,
তারপর নিচের ছবির মতো set ক্লিক করুন, আপনি চাইলে আমি ওই ফন্ট টা লিখে চেক করতে পারবেন,যেমন, আমি, “আনার সোনার বাংলা” লিখেছি
আপনার মোবাইল সিলেক্ট করুন,
এখানে আপনার মোবাইলের নাম যদি না থাকে তাহলে samsung সিলেক্ট করতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যপার,
এতে আমি দায় থাকব না
এর পর আপনার অ্যান্ড্রইড ভার্সন দিন,
5.0 এর নিচে হলে other দিয়ে ট্রাই করতে পারবেন,
তারপর ok দিন,
ইনস্টল করে মোবাইল রিস্টার্ট (Restart) দিন,
এবার আপনার ফোনে সেটিং এ গিয়ে দেখুন আপনার কাঙ্ক্ষিত ফন্ট টি এসে গেছে,,