Site icon Trickbd.com

Android মোবাইল থেকে Photo Editing করতে যে পাঁচটি Apps থাকা প্রয়োজন

Unnamed

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ হাজির হয়েছি Android মোবাইল থেকে Photo Editing করতে যে Apps গুলো মোবাইলে থাকা জরুরী তা নিয়ে।

বর্তমান সময়ে ছবি তোলা একটা সাধারন ব্যাপার কারন আগের মতো রিল নিয়ে ঘুরতে হয়না নাই কোন লিমিটেড সংখ্যা এর মূল কারন আমাদের হাতের শখের Android Device টি ।  যা দিয়ে আপনি চাইলে অসংখ্য ছবি তুলে মেমোরী কার্ডে রেখে দিতে পারেন কিংবা ক্লাউড স্টোরেজ গুলোতে আপলোড করে দিতে পারেন। এর মানে সহজ হয়ে গিয়েছে অনেক কাজ Android এর বদৌলতে।

এখন শুধু ছবি তুলেই আমরা খুশী নই যেহেতু টেকনোলজি আমাদের অনেক সুবিধা করে দিয়েছে তাই সবাই চাই নিজের তোলা ছবি গুলোতে জান দিয়ে দিতে Editing করে। আর Editing করে ছবিকে এতো আকর্ষনীয় করে তোলা যায় যে তা ভাষায় প্রকাশ সম্ভব নাও হতে পারে।

তবে Editing করতে পারলেই শেষ নয় ভালো কোয়ালিটির দিকেও নজর রাখা উচিত । আর এর জন্য আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সেরা ৫ টি Editing Apps যা আপনার Android থেকে ব্যবহার করতে পারবেন।

এটা আমার ব্যক্তিগত মতামত কারন Apps গুলো আমি ব্যবহার করে আসছি এবং আমার কাছে ভালো লাগে তাই বসে গেলাম এই সস্তা টপিক লিখার জন্য।
সস্তা বলছি এই কারনেই যে এটা অনেকেই জানে তবে যারা জানতে আগ্রহী তারা চলুন রিভিউ শুরু করা যাক।

আমার তালিকায় থাকা ১ নম্বরে যে Apps টি রয়েছে তার নাম Picsart চলুন তাকে দিয়েই শুরু করি।

1. Picsart:

Picsart এর সাথে পরিচিত হয় নাই এমন মানুষ খুব কম খুজে পাওয়া যাবে। পিসিতে যেমন Photoshop জনপ্রিয় তেমনি Android এর জন্য Picsart জনপ্রিয়।
★ সৃজনশীল একটি বিশ্বব্যাপী প্লাটফর্ম
★ ১০০+ ছবির সম্পাদনা সরঞ্জাম
★ কাস্টমাইজ ফিল্টার এবং Effect
★ টেক্সট, স্টিকার, এবং ইমেজ overlays
★ College Maker
★ স্থিরচিত্র ধারন ক্যামেরা
★ অংকন এবং পেইন্টিং সরঞ্জাম
★ উন্নত ব্রাশ
★ অ্যানিমেটেড gif এবং ভিডিও জেনারেট করা
Picsart Download:
আপনি চাইলে এই Apps টি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
Picsart Download

2. Picssay Pro:

এই Picsay Pro ভার্সন গুগল প্লে তে ২৯০ টাকা তাহলে জেনে নেই এত ছোট App টির দাম এতো বেশী কেন।

আপনি এখানে ভালো কোয়ালিটিতে Export করার পাশাপাশি এখানে বিভিন্ন টুলস দিয়ে কাজ করতে পারবেন চলুন টুলস দেখে নেই।

এখানে আপনি সহজলভ্য Sticker  Add করতে পারবেন।

ছবিতে বিভিন্ন Effect ব্যবহার করতে পারবেন যা দিয়ে ছবিটিকে উন্নত ভাবে উপস্থাপন করতে পারবেন।

আর সবশেষে থাকছে Adjustment করার জন্য দরকারী কিছু টুলস যা দিয়ে অনেক কিছুই আপনি করতে পারবেন।

Picsay Pro Download:

Download Link

3. Snapseed:

এবার চলুন পরিচিত হয়ে নেই Snapseed যা Google LLC এর একটি App. এই এপ দিয়েও আপনি Editing এর পর্ব সেরে নিতে পারবেন চলুন কি আছে এতে জেনে নেই।

এই এপ প্রধানত User Friendly সাথে সম্পূর্ন ফ্রি। রয়েছে ফিল্টার তা থেকে বেছে নিতে পারবেন যা আপনার দরকার।

স্পেশাল কিছু টুলস আছে যা দিয়ে স্পেশাল কিছু করা যেতে পারে ব্যবহার করলে নিজেই বুঝতে পারবেন।

আর সবশেষে ভালো Resoulation এর Export সুবিধাও উপভোগ করতে পারবেন।

Snapseed Download:

এবার নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন যদি প্রয়োজন মনে করেন।

Download Link

4. Background Eraser:

এই App টির কাজ হলো আপনার ছবির Background মুছতে সাহায্য করা।

আমার ছবি টি সামনে ছিলো তাই এটা দিয়েই উদাহরন দিলাম বাজে মন্তব্য করবেন না দয়া করে।

Background Eraser Download:

Download Link

5. Pixlr

আমার তালিকায় থাকা শেষ অবস্থানে রয়েছে Pixlr.
এর টুলস গুলো আকর্ষনীয় চলুন জেনে নেই।

ব্যবহার করতে পারবেন Smoothly.
আপনার ছবি নির্বাচন করুন।
উপরের ছবিতে Tools এর ছোট একটি চিত্র।
রয়েছে অসংখ্য Overlay Effect.
ফ্রেম নির্বাচনের সুবিধা।
 বিভিন্ন স্টাইলের Text সংযুক্ত করতে পারবেন।
আর ব্রাশ তো থাকছেই।
Pixlr Download:
ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে।
পোষ্টের শেষ প্রান্তে চলে এসেছি তাই বলে নেওয়া ভালো হবে যে এখানে প্রত্যেকটি App এর আলাদা আলাদা কাজের জন্য স্পেশাল তবে আপনি চাইলে Picsart দিয়েও সব করতে পারবেন কিন্তু ঐ যে বললাম স্পেশাল ব্যবহার করলেই বুঝবেন। আর আমার তালিকায় Photoshop এর কোন স্থান নেই Android এর জন্য তবে আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন।

চাইলে গরীবের ছোট্ট সাইট থেকে ঘুরে আসতে পারেন
Darkmagician.Xyz

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ Cyber Prince