Site icon Trickbd.com

[Apps Review 1.0] আপনার পিসি এবং এন্ড্রয়েড এর স্টোরেজ ও পারফমেন্স বাড়িয়ে নিন আগের থেকে দিগুন – CCleaner

অনেক দিন পরে লিখতে বসলাম।  ভাবছি এখন থেকে মাঝে মাঝে দরকারি কিছু এপস এর রিভিও লিখব।  আর সাথে থাকবে কিভাবে এবং কথায় থেকে প্রিমিয়াম ভার্সন ডাঊনলোড করবেন।  বাংলায় তো লেখা লেখি বাদ দিয়ে দিয়িছিলাম, অল্প কথায় কিছু লিখতে পারি না এই হচ্ছে প্রবলেম।  যাইহোক অনেক দিন পর লিখছি যদি ভালো লাগে তাহলে কিন্তু মন্তব্য করতে ভুলবেন না।

যাইহোক মূল কথায় ফিরে যাই, আজকে আপনাদের জন্য একটি এপস এর রিভিও নিয়ে এসেছি।  এপস একটি হলেও ভার্সন কিন্তু দুইটা পিসি(Windows) এবং এন্ড্রয়েড।  তাই এই রিভিওতে দুইটি পার্ট হবে ।   প্রথম পার্ট হবে পিসিওয়ালাদের জন্য আর ২য় পার্ট হবে এন্ড্রয়েড ওয়ালাদের জন্য।

আর হ্যা ভালো কথা, কি এপস নিয়ে রিভিও লিখব সেইটা তো বললাম না।  ভাই বলছি কিন্তু টাইটেলে।  হ্যা CCleaner এটি একটি খুব জনপ্রিয় এপস পিসির জন্য তো অব্যশই সাথে এন্ড্রয়েড ও।  যাই হোক প্রথমে এপস এর ডেভলোপারদের নিয়ে কিছু কথা বলব ।  CCleaner এর মূল নাম বা সম্পূর্ণ মানে হচ্ছে Crap Cleaner যার মানে হচ্ছে ময়লা পরিস্কারকারী।  কি এবার তো বুঝলেন CCleaner এর মূল কথা।  CCleaner টি হচ্ছে পিরিফরম ডেভোলোপাদের বানানো একটি এপস।  আর এই পিরিফরম(Piriform) ডেভলোপার টিমটি হচ্ছে অন্যতম জনপ্রিয় কোম্পানি এভাস্ট (Avast) এর ।  এবার বুঝলেন কোথায় থেকে কোথায় যাওয়া যায়।  CCleaner সর্ব প্রথম প্রকাশ করা হয় ২০০৪ সালে শুধু মাত্র Windows ব্যবহারকারিদের জন্য।  তারপরে ২০১২ সাথে প্রকাশ করা হয় Mac(Apple) জন্য এবং ২০১৪ সালে প্রকাশ করা এখনকার সাবার হাতের স্মার্ট ফোনের জন্য(Android)।  তো এই ছিল সিসি ক্লিনারের ইতিহাস।  আরও কিছু কি জানতে চান? কমেন্ট করতে হবে তাহলে কিন্তু।  এবার চলে যাব প্রধান অংশে মানে রিভিওতে শুরুতে পিসি দিয়ে শুরু যেহেতু সিসি ক্লিনার শুরু করেছিল এইটা দিয়ে।


CCleaner For Windows Review:

যারা আগে থেকে এই সফটওয়্যার ব্যবহার করে থাকেন তাদের কিছু জানার নেই।  কারান তারা জানে দেখে এই সফটওয়্যার ব্যবহার করে থাকেন।  যাই হোক রিভিও যেহেতু দিব বলেছি দিবই, যারা ব্যবহার করেন তারা শুধু কালা চশমা পরে বসে থাকেন ?।   সিসি ক্লিনার মূলত আপনার পিসির যত প্রকার অবাঞ্ছিত ফাইল ও ফোল্ডার আসে সেগুলোকে চিনহিত করে এবং আপনার অনুমতিতে ডিলিট করে দেয়।  আসলে কাজটাকে যত সহজ বলে মনে হচ্ছে ততোটা কিন্তু সহজ না।  যদি এই কাজটা আপনি নিজে করতে যেতেন কি অবস্থাটা হত ভাবুন একবার।  যাইহোক সিসি ক্লিনার ভাই শুধু মাত্র এই কাজ করে সন্তুষ্ট নয়, তিনি একাধারে আরো বিভিন্ন কাজে পটু।  একবার দেখবেন নাকি তার চেহারাটা? ?

এবার চলুন দেখে নেওয়া যাক কি কি কাজ করতে পারে তিনিঃ

আচ্ছা ভালো কথা মনে হয়ছে সিসি ক্লিনার যে কয়েকবার অস্কার এ্যাওয়ার্ড পেয়েছে যানেন? ? না ভাই কথা সত্য এই পর্যন্ত দুইটি Software Informer Awards এবং ১৩ টি Awards of other organizations থেকে।  ছেলে খেলা মনে করেন নাকি?

তো এই ছিলো সিসি ক্লিনার পিসি ভার্সনের মুল কাজ কর্ম, এ ছাড়াও আরও অনেক কাজ করে সেগুলো না হয় ব্যবহার করে দেখুন।  সিসি ক্লিনার এর কিন্তু কয়েকটা এডিশন আসে যানেন নাকি? না জানলে ভালো আমি জানিয়ে দিচ্ছি।

CCleaner All Edition:

উপরের প্রথমটা সারা বাকি সব গুলা কিনতে হয়, কিন্তু প্রবলেম নাই আমি আছি না।  নিচে সব এডিশনের ডাউনলোড লিঙ্ক দিলাম। সেখান থেকে ফাইল ডওনলোড করে আপনার যেইটা পসন্দ হয় সেইটা ইন্সটল করতে পারবেন।  কিভাবে ডাউনলোড এবং ইন্সটল করবেন বলে দিচ্ছি।

সিসি ক্লিনার সব এডিশন ডাউনলোড করুন এখান থেকে

সিসি ক্লিনার এর অফিশিয়াল ওয়েবসাইট এবং ইচ্ছা করলে ফ্রি ভার্সন এখান থেকে ডাওনলোড করতে পারবেন 


CCleaner For Android Review:

কথা কম কাজ বেশি, এমনিত অনেক কথা বলে ফেলেছি।  এন্ড্রয়েড এ জন্য তেমন কিছু পরিচয়ের দরকার মনে হয় নাই, কারন কাজ গুলো প্রায় একই।  তারপরেও কিছু না বললে নয়।  এন্ড্রয়েড এর জন্য খুব কাজের একটি এপস।  সাধারনত বিভিন্ন এপস ব্যবহার করে ফলে আমাদের মোবাইলে ক্যাচ ফাইল বেরে যায় আর তার পরে দেখা দেয় ধীর গতির অবস্থা।  আবার আমাদের অজান্তে মোবাইলে স্টোরেজ মানে ম্যামোরি ফুল হয়ে যায়, ভেবেও কুল কিনারা পাওয়া যায় না কোথায় কি হল।  দেখা যে স্যার আপনার স্মার্ট ফোনটির ইন্টারনাল স্টোরেজ ফুল।  কিন্তু আপনি চেক করে দেখেন যে কথাও কিছু প্রবলেম নাই তাহলে? এইটার সলিউশনও সিসি ক্লিনার দিয়ে থাকে, সো আর কথা বলবনা কারন আজ একটা টিভি সিরিজ (WestWorld) এর সিসন ২ কয়েকটা এপিসোড বাকি আসে সেই গুলো একটা দেখব।  তাই কথা কম কাজ বেশি।

এবার চলুন দেখে নেওয়া যাক কি কি কাজ করতে পারে এন্ড্রয়েড এর জন্যঃ

ত এই তো ছিল যত ব্যাপার সেপার এন্ড্রয়েড এর জন্য কিন্তু একটা কথা আসে, সিসি ক্লিনার যে এত কিছু করবে বিনিময়ে কি কিছুই নিবে না? নারে ভাই নিবে, নাইলে এত কিছু করে তাদের লাভ কি? কিন্তু কি জিনিশ করবে তাদের লাভের জন্য? মোটামুটি অনেক কিছু কিন্তু আবারও একি কথা, আমি আসি না। সিসি ক্লিনার লাভের জন্য যা যা করবে তার রাস্তা বন্ধ করার জন্য নিচের ডাউনলোড লিঙ্ক থেকে এপসটি ডাউনলোড করলে আর কোন প্রবলেম নাই।  যাই হোক নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাঊনলোড করলে কি কি জিনিশ থেকে মুক্তি পাবেন দেখেনঃ

সো আর কথা বলতে পারব না রে ভাই, নিচে থেকে ডাঊনলোড করে নিয়ে আর সব এপস এর মত ইন্সটল করে নিবেন ব্যাস।  তার পরেও যদি কথাও ঘাপলা বাধে নিচে তা বলার জন্য একটা বক্স আসে, সেই খানে বলবেন।

সিসি ক্লিনার প্রো এন্ড্রয়েড ডাউনলোড এখানে

সিসি ক্লিনার ফ্রি ভার্সন গুগল প্লে স্টোর


আর সব চেয়ে ইম্পরটান্ট ব্যাপার হচ্ছে আপনাদের জন্য এত কস্ট করে লেখা, তার পরেও যদি আপনারা নিজেদের ভালো লাগা মন্দ লাগা দুই এক লাইনে প্রকাশ করতে না পারেন তাহলে পরের বার লিখতে ভাল লাগে না।  তাই প্লিজ প্রবন্ধটি যদি ভালো লাগে ফেসবুক আসে, টুইটার আসে সেখানে সেয়ার করবেন আর যা ভালো লাগে কমেন্টে জানাবেন, ধন্যবাদ সবাইকে এত কস্ট করে সবটুকু পড়ার জন্য।  ধন্যবাদ।

বি.দ্রি: